এক্সপ্লোর
Advertisement
Astrology : জন্ম মাসই বলে দেবে কোন দেবতার পুজো করলে সব বিপদ দূর হবে
আপনার ইষ্ট দেবতা কে? জন্মের মাস থেকেই জেনে নিন আপনার আরাধ্য দেবতা সম্পর্কে।
কলকাতা : কোন দেবতার পুজো করলে , কেটে যাবে সব বিপদ ? অনেক সময়ই হয়ত এই প্রশ্ন অনেকের মাথায় ঘুরপাক খায়। আসলে একেক ব্যক্তির আস্থা একেক ঈশ্বরে। কিন্তু জন্ম মাসই বলে দেবে কোন ইষ্ট দেবের পুজো করলে মনের ইচ্ছে পূরণ হবে। কেটে যাবে সব বিপদ। প্রতি মাসের একেক জন অধিপতি দেবতা থাকেন। সেই মাসে যাঁদের, তাঁরা সেই দেবতার পুজো করলে ভাল ফল পান। আপনার ইষ্ট দেবতা কে? জন্মের মাস থেকেই জেনে নিন আপনার আরাধ্য দেবতা সম্পর্কে।
- জন্ম মাস জানুয়ারি হলে আপনার মূল আরাধ্য দেবী হলেন মা কালী । কালী পুজো করলে বিশেষ উপকার পাবেন জানুয়ারির জাতকরা।
- আপনি যদি ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করে থাকেন তবে আপনার আরাধ্য ভগবান শিব। এই মাসে জন্মগ্রহণকারীদের ভোলেনাথের পুজো করা দরকার নিষ্ঠা ভরে।
- মার্চ মাসে জন্মগ্রহণকারীদের নরসিংহ অবতারের পুজো করা উচিত। ভগবান বিষ্ণুর এই অবতারকে পুজো করলে সমস্ত পাপ দূর হবে।
- আপনি যদি এপ্রিল মাসে জন্ম নিয়ে থাকেন, তবে হনুমানজির পুজো করুন। আপনার চোখের জল মুছে যাবে।
- মে মাসে জন্ম হলে আরাধ্য দেবতা হবেন ব্রহ্মা। ব্রহ্মা মহাবিশ্বের স্রষ্টা। আপনি যদি ভগবান বিষ্ণুর আরাধনা করেন তাহলেও আপনার সমস্ত ইচ্ছে পূরণ হবে।
- আপনার যদি জুন মাসে জন্ম হয়ে থাকে, তাহলে আপনার শিবপুত্র কার্তিকের পুজো করা উচিত। কার্তিক ভোলানাথ ও মাতা পার্বতীর পুত্র।
- আপনি যদি জুলাই মাসে জন্মগ্রহণ করেন তবে আপনার ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা উচিত। কানহা জির পূজা করলে বিশেষ ফল পাবেন।
- আপনার জন্ম যদি অগাস্ট মাসে হয়ে থাকে, তাহলে গণেশের পুজো করুন। গণেশের আরাধনা করলে জ্ঞান ও বুদ্ধি প্রখর হয় এবং একই সঙ্গে গণেশের আশীর্বাদ পাওয়া যায়।
- আপনি যদি সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণ করেন তবে আপনার শ্রী হরির পুজো করা উচিত। বিষ্ণুর আরাধনা করলে আপনার সব সমস্যা দূর হবে।
- আপনার জন্মদিন যদি অক্টোবরে হয়, তবে আপনি দেবী দুর্গার পুজো করা দরকার। মা তাঁর ভক্তদের সব দুঃখ-বেদনা দূর করবেন।
- আপনার যদি নভেম্বর মাসে জন্ম হয়, তবে দেবী লক্ষ্মীর পুজো করা দরকার। মা লক্ষ্মীর আরাধনা করলে অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হবে।
- আপনার জন্মদিন যদি ডিসেম্বরে হয়, তাহলে আপনার মূল আরাধ্য দেবতা হোক ভগবান শ্রী রাম। শ্রীরামের পুজো করলে সব বিপদ দূরে সরে যায় বলে বিশ্বাস।
- ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
পুজো পরব (Religion) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement