Premanand Maharaj: আচমকা অসুস্থ প্রেমানন্দ মহারাজ
Premanand Maharaj: শুক্রবার আচমকা তাঁর শরীর খারাপ হয়ে যায় আর তারপরই বুকে ব্যথা করতে থাকে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন প্রেমানন্দ মহারাজের শিষ্যরা।
বৃন্দাবন: শুক্রবার সন্ধ্যায় আচমকা অসুস্থ হয়ে পড়লেন সনাতন ধর্মের জনপ্রিয় ধর্মগুরু প্রেমানন্দ মহারাজ (Premanand Maharaj)। তাঁর অসুস্থ হওয়ার খবর পেতেই তাঁর অনুগামী ও ভক্তরা তাঁকে নিয়ে গিয়ে বৃন্দাবন হাসপাতালে ভর্তি করেন। সূত্রের খবর, প্রেমানন্দ মহারাজের আচমকা বুকে ব্যথা হয়। তারপরই চিকিৎসার জন্য তাঁকে বৃন্দাবনে অবস্থিত রামকৃষ্ণ মিশন হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। চিকিৎসার পর তিনি সুস্থ বোধ করলে তাঁকে ফের নিজের আশ্রমে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে, কিডনির অসুখে ভুগছেন ওই ধর্মগুরু।
আরও পড়ুন: চৈত্র নবরাত্রির রাতে কী বিশেষ ভোগ দেওয়া হয় দেবী স্কন্দমাতাকে
শুক্রবার আচমকা প্রেমানন্দ মহারাজের শরীর খারাপ হয় আর তারপরই বুকে ব্যথা করতে থাকে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন প্রেমানন্দ মহারাজের শিষ্যরা। সেখানে পৌঁছনোর পর চিকিৎসকরা তাঁর চিকিৎসা করে হাসপাতাল থেকে ছেড়ে দেন। এখন তাঁর অবস্থা আগের থেকে ভালো ও স্থিতিশীল বলে জানা গেছে। এই প্রসঙ্গে উল্লেখ্য যে প্রেমানন্দ মহারাজ কিডনির রোগে ভুগছেন। আর তাঁর ডায়ালিসিসও চলে। এই রোগ থাকা সত্ত্বেও প্রেমানন্দ মহারাজ প্রতিদিন রাত দুটোর সময় পায়ে হেঁটে নিজের থাকার জায়গা শ্রীকৃষ্ণ আশ্রম থেকে রামপেয়ারিতে অবস্থিত রাধাকেলি কুঞ্জ আশ্রমে যান। এখানেই দূরদূরান্ত থেক আশা ভক্তদের দর্শনও দেন। তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যান তখন তাঁকে দর্শন করার জন্য প্রেমানন্দ মহারাজের ভক্তরা দু-ধারে দাঁড়িয়ে তাঁকে দর্শন করেন।
আশ্রমে আসা ভক্তদের জীবন ও ধর্ম সম্পর্কে বাণী শোনান প্রেমানন্দ মহারাজ। ওনার আশ্রমে সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক ভিআইপি লোকও তাঁকে দর্শন করতে আসেন। সোশ্যাল মিডিয়াতে প্রেমানন্দ মহারাজের বাণী প্রচুর ভাইরালও হয়। যা দেখার সঙ্গে সঙ্গে পছন্দও করেন অনেকে। সম্প্রতি মথুরার বিজেপি প্রার্থী ও অভিনেত্রী হেমামালিনী তাঁর আশ্রমে গিয়ে লোকসভা ভোটে জয়ের জন্য আশীর্বাদও নিয়ে এসেছেন। এদিকে প্রেমানন্দ মহারাজের শরীর খারাপের কথা শুনেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর ভক্তরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।