Jagannath Temple: জগন্নাথ দেবের নেত্র উৎসবে পুরীতে সাজ সাজ রব, নয়া বসনে সাজবেন জগৎপতি
Puri Rath Jagannath Temple: আগামী ৭ জুলাই রথযাত্রার ভোররাত ২টো নাগাদ মঙ্গলারতি হবে জগন্নাথ মন্দিরে। এরপর ভোর ৪টে তে হবে নেত্র বন্দোপনা।
নয়া দিল্লি: শ্রীক্ষেত্র পুরীতে জগন্নাথদেবের স্নানযাত্রাকে কেন্দ্র করে ভিড় হয় চোখে পড়ার মত। পুরীর রথযাত্রার জন্য মুখিয়ে গোটা বিশ্বের জগন্নাথ ভক্তরা।
রথযাত্রার আগের দিনটি নেত্রোৎসব হয়। এই আচারের সময়, দেবতাদের চোখ নতুন করে আঁকা হয়, যা তাদের নতুন জীবন এবং যাত্রার জন্য প্রস্তুতির প্রতীক। এই অনুষ্ঠানটি দেবতাদের জাগরণকে নির্দেশ করে এবং ভক্তদের আত্মাকে পুনরুজ্জীবিত করে।
রথযাত্রার দিনক্ষণ
আগামী ৭ জুলাই রথযাত্রার ভোররাত ২টো নাগাদ মঙ্গলারতি হবে জগন্নাথ মন্দিরে। এরপর ভোর ৪টে তে হবে নেত্র বন্দোপনা। সকাল ১১টায় হবে রথ প্রতিষ্ঠা। পহন্দি প্রথা পালিত হবে ওইদিন দুপুর ১টা বেজে ১০ মিনিটে। ছেরাপহরা হবে বিকেল ৪টের সময়। এরপর ৫টা থেকে রথযাত্রা শুরু হবে। ওই সময় থেকেই রথের রশিতে টান দেওয়ার সুযোগ পাবেন ভক্তরা।
৫৩ বছর পর নবযৌবন দর্শন, নেত্র উৎসব এবং রথযাত্রা একই দিনে পড়েছে। এ বছর নবযৌবন এবং রথযাত্রা একইদিনে পড়ায় সেবায়েতরা শৃঙ্গার সেবা, নেত্র উৎসবের সময় কম পাবেন। এবার আর নবযৌবন দর্শন হবে না।
৭ এবং ৮ জুলাই রথ টানা হবে। এই দু'দিনই রথ টানার সুযোগ পাবেন জগন্নাথদেবের ভক্তরা।
আরও পড়ুন, ২৪ ঘণ্টায় বদলাবে ভাগ্য! অঢেল সম্পদ-সুনাম অর্জন, কপালে সোনার চমক
পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রার ক্যালেন্ডার অনুযায়ী, ৬ জুলাই পালিত হবে রথঅঙ্গনমালা বিজে। নবযৌবন দর্শন, নেত্র উৎসব এবং রথযাত্রা পালিত হবে ৭ জুলাই। ওইদিন কিছুটা দূরত্ব পর্যন্ত টানা হবে জগন্নাথদেব, বলরাম এবং দেবী সুভদ্রার রথ। এর পরদিন অর্থাৎ ৮ জুলাই গুণ্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হবে তিন ভগবানকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে