Kolkata News :'গাড়িকে দাঁড় করিয়ে বাইকের থেকে টাকা তোলে পুলিশ', তেলেঙ্গাবাগানকাণ্ডে ক্ষোভপ্রকাশ জনতার
ABP Ananda LIVE : 'গাড়িকে দাঁড় করিয়ে বাইকের থেকে টাকা তোলে পুলিশ', তেলেঙ্গাবাগানের পথ দুর্ঘটনায় জনতার রোষে ট্রাফিক পুলিশ ও প্রশাসন। তেলেঙ্গাবাগানে দুই বাসের রেষারেষিতে দুর্ঘটনা। গুরুতর আহত ১, ভর্তি করা হয়েছে আর জি কর হাসপাতালে। এলাকায় উত্তেজনা, বাসে ভাঙচুরও চালান স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, বারবার বলা সত্ত্বেও বেপরোয়া বাস চালানোয় এলাকায় ঘটছে দুর্ঘটনা
একমাসের বেশি সময় ধরে চট্টগ্রামের জেলে বন্দি সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাস। উদ্বেগ বাড়াচ্ছে তাঁর শারীরিক অবস্থা। এদিকে বাংলাদেশে সংখ্যালঘু-হিন্দুদের উপর নির্যাতন থামছেই না। এই প্রেক্ষাপটে বছরের শেষ দিনে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করল ইসকনের কলকাতা শাখা। গত ২৫ নভেম্বর চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ইউনূস সরকার। সেই থেকে জেলবন্দি রয়েছেন সন্ন্যাসী। তাঁর আইনজীবীদের উপর হামলা, হুমকি, হুঁশিয়ারির অভিযোগও উঠেছে। আইনি জটে বারবার পিছিয়েছে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিন-মামলার শুনানি। মঙ্গলবার ফের এই মামলার শুনানি রয়েছে চট্টগ্রাম আদালতে। তার আগে উদ্বেগ বাড়াচ্ছে সন্ন্যাসীর শারীরিক অবস্থা।
এই আবহে এবার ইউনূস সরকারকে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করার আবেদন জানালেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। তিনি জানিয়েছেন, "শরীর খুব খারাপ, চিন্তায় আছি। একটা মেডিক্যাল বুলেটিন প্রকাশ করুক ইউনূস সরকার।'' সন্ন্যাসীর মুক্তির দাবি ও বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অবসান চেয়ে রবিবার বিশেষ প্রার্থনা সভার আয়োজন করে ইসকনের কলকাতা শাখা। পোস্টার হাতে প্রার্থনায় যোগ দেন কয়েকশো ভক্ত।