Jodhpur Snow Covered: দাবদাহের মাঝেই 'তুষারে ঢাকল' যোধপুর! মরু-রাজ্যে এক 'বেনজির' দৃশ্য
AI Pics Jodhpur: নীল-সাদা সেই দৃশ্য দেখতে মন্দ লাগছে না মোটেই। একজন রেডডিট ইউজার এই ছবিটি তৈরি করেছিলেন।
নয়া দিল্লি: বর্তমানে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) যুগে বাস করছি। যেখানে কল্পনাশক্তি দিয়েই তৈরি করা যায় এক নতুন পৃথিবীকে। এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) আর্ট বর্তমানে ইন্টারনেটে (Internet) নতুন ট্রেন্ডিং (Trending)। আর সেই টেকনিকেরই নতুন ফসল এবারের ছবি। দেখা যাচ্ছে, তুষারে ঢেকে গিয়েছে মরুরাজ্যের (Rajasthan) গুরুত্বপূর্ণ শহর- যোধপুর (Jodhpur)।
দেখা গিয়েছে, পরিচিত নীল-শহর ঢেকে গিয়েছে তুষারের সাদা চাদরে। নীল-সাদা সেই দৃশ্য দেখতে মন্দ লাগছে না মোটেই। একজন রেডডিট ইউজার এই ছবিটি তৈরি করেছিলেন। সেখানে দেখা যায় এক মনোরম দৃশ্য। রাজস্থানে যেখানে গরমের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগার। সেখানে এমন দৃশ্য কল্পনা করেও যেন শান্তি।
যোধপুরের দুর্গ সহ একাধিক নীল-সাদা বাড়ি ও সেই তুষারে ঢেকেছে। ইতিমধ্যেই ছবিগুলি ইন্টারনেট ব্যবহারকারীদের মন্ত্রমুগ্ধ করেছে। অনেকে বলেছে যে সরাসরি আমেরিকান ফ্যান্টাসি ড্রামা টেলিভিশন সিরিজ 'গেম অফ থ্রোনস'-এর একটি দৃশ্য থেকে মনে হচ্ছে।
রেডিটএর এক ইউজার লিখেছেন, ''উইন্টারফেলের মতো লাগছে,'' অন্যদিকে অন্য একজন মন্তব্য করেছেন, ''এখানে এসেছেন যে এটি সরাসরি জিওটি থেকে দেখা যাচ্ছে।'' তৃতীয় একজন লিখেছেন, ''এক মাসে কলেজের জন্য যোধপুরে যাচ্ছি এবং সেখানে এই আবহাওয়া পেলে মন্দ হয় না।"
এর আগে অংশুমান চৌধুরী নামে একজন টুইটার ইউজার এআই এর তৈরি ছবি শেয়ার করেছেন। সেখানে ভারতের একাধিক শহর ঢেকেছে বরফের চাদরে। একটি পোস্টে দিল্লির আইকনিক ইন্ডিয়া গেট এবং পুরানো দিল্লির বাইলেনেও এই দৃশ্য দেখা গিয়েছে।
আরও পড়ুন, নিজের হাতে ৮ হাজার গাছকে সন্তানস্নেহে পালন, ১১২ বছরেও কীর্তি গড়ে চলেছেন ভারতের 'বৃক্ষ-মাতা'