Chandrayaan 3 Landing: 'সাইকেল সে চাঁদ তক', চন্দ্রাভিযানের সাফল্যে নাচের তালে মাতলেন ইসরো চেয়ারম্যান, কী বলছেন নেটিজেনরা?
Chandrayaan 3: বিশ্বের প্রথম দেশ হিসেবে পা রেখেছে চাঁদের দুর্গম রহস্যে মোড়া অগম্য দক্ষিণ মেরুতে। সফট ল্যান্ডিয়ের সাফল্যে চতুর্থ দেশ হিসেবে নিজের স্থান পাকা করে নিয়েছে।
Chandrayaan 3 Landing: পরপর দু'বার ব্যর্থ অভিযানের পর অবশেষে এল বহু কাঙ্খিত সাফল্য। চাঁদের দক্ষিণ মেরুতে (Moon South Pole) সফলভাবে সফট ল্যান্ডিং (Soft Landing) হয়েছে চন্দ্রযান ৩ (Chandrayaan 3) এর। প্রথমে ল্যান্ডার বিক্রম (Lander Vikram) , তারপরে রোভার প্রজ্ঞান (Rover Pragyan), একে একে দু'জনেই সফলভাবে অবতরণ করেছে চন্দ্রপৃষ্ঠে (Lunar Surface)। উন্মাদনায় ভাসছে গোটা দেশ। উচ্ছ্বসিত ইসরোর বিজ্ঞানীরাও। তৃতীয়বারের চন্দ্রাভিযানের সাফল্যে ইসরোর বর্তমান চেয়ারম্যান এস সোমনাথ এবং তাঁর সতীর্থরা যে ঠিক কতটা খুশি তার প্রমাণ পাওয়া গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও থেকে। এক্স যার পূর্বনাম ছিল ট্যুইটার সেখানে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে একটি ভিডিও। আর সেখানেই দেখা গিয়েছে, সতীর্থদের সঙ্গে নাচের ছন্দে তাল মিলিয়েছেন ইসরো চেয়ারম্যান। ভিডিওতে ইসরোর কর্তাব্যক্তি, বিজ্ঞানীদের আরও অনেককেই দেখা গিয়েছে। সকলেরই চোখেমুখে উত্তেজনা, খুশির ঝলক স্পষ্ট। বোঝাই যাচ্ছে, গত দু'বারের ব্যর্থতার পর এবার সাফল্য পেয়ে আপ্লুত তাঁরা। আর হবেন নাই বা কেন। একাধিক রেকর্ড গড়েছে ভারত। বিশ্বের প্রথম দেশ হিসেবে পা রেখেছে চাঁদের দুর্গম রহস্যে মোড়া অগম্য দক্ষিণ মেরুতে। সফট ল্যান্ডিয়ের সাফল্যে চতুর্থ দেশ হিসেবে নিজের স্থান পাকা করে নিয়েছে। এখান সফলভাবে অভিযান শেষ করার পালা।
Dr. S. Somanath & team #isro...
— Sidharth.M.P (@sdhrthmp) August 23, 2023
Celebrate and dance your hearts out tonight ❤️❤️🇮🇳🇮🇳🚀🚀🌕🌕
How many ppl in the world have the power & knowledge to make 1.4+bn hearts swell with pride & joy! #Chandrayaan3 #Chandrayaan3Landing #Chandrayaan3Mission #india #space #tech pic.twitter.com/gyIOgZaqbs
ইসরোর অন্তর্মহল শুধু নয়, আজ উন্মাদনার পারদ তুঙ্গে ছিল দেশের বিভিন্ন প্রান্তে। সকাল থেকেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছিল পুজো, যজ্ঞ। আর সাফল্য আসার পর সবটা জুড়ে ছিল উদযাপন। নাগপুরে বিখ্যাত মহারাষ্ট্রের ঢোল বাজিয়ে হয়েছে সেলিব্রেশন। কোথাও বা পতাকা হাতে দেশের নামে জয়োধ্বনি করেছেন সাধারণ মানুষ। উত্তেজনার আঁচ পেরিয়েছে সাগর পাড়ও। বিদেশের মাটিতেও ইসরোর সাফল্যে সমানভাবে গর্ব অনুভব করেছেন প্রবাসী ভারতীয়রা। আর এই সবের মধ্যে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়েছে নেটিজেনদের শুভেচ্ছা বার্তা। ট্রেন্ডিংয়ে রয়েছে একটিই ছবি 'সাইকেল সে চাঁদ তক'।
সাইকেল সে চাঁদ তক
সোশ্যাল মিডিয়ার সমস্ত মাধ্যমে ভাইরাল এই ছবি। সেখানে দেখা গিয়েছে, দুই যুবক একটি সাইকেলের কেরিয়ারে শঙ্কু আকৃতির একটি রকেট বসিয়ে নিয়ে যাচ্ছেন। নেটিজেনদের অনেকেই বলেছেন, এই দুই যুবক ইসরোর বিজ্ঞানী। বোঝাই যাচ্ছে ছবিটি যথেষ্ট পুরনো। তবে ওই দুই যুবকের সঠিক পরিচয় জানা যায়নি। তবে এই ছবি শেয়ার করেছে অনেকেই।
২৩ অগস্ট বিকেল ৬টা ৪ মিনিটে (ভারতীয় সময়) চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ হয়েছে ল্যান্ডার বিক্রম। এর ঘণ্টা দুয়েক পরে রোভার প্রজ্ঞানের অবতরণের কথা ছিল। তবে এক্ষেত্রে নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা বেশিই সময় লেগেছে। তবে শেষ পর্যন্ত রোভার প্রজ্ঞানও সফলভাবেই চাঁদের মাটিতে পা রেখেছে।
আরও পড়ুন- চাকা গড়াল 'প্রজ্ঞান'এর, চাঁদের মাটিতে অশোক স্তম্ভের ছাপ