ISRO Astronauts Salary: প্রাণের ঝুঁকি নিয়ে অভিযান, শুভাংশুর মতো মহাকাশচারীরা ভারতে কত বেতন পান?
Shubhanshu Shukla Salary: শুভাংশুকে মহাকাশে পাঠাতে প্রায় ৫৫০ কোটি টাকা খরচ করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO.

নয়াদিল্লি: বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন থেকে দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী। Axiom 4 অভিযান গোটা পৃথিবীতে পরিচিত করে তুলেছে তাঁকে। ১৮ দিন মহাকাশ অভিযান সেরে অবশেষে পৃথিবীতে ফিরলেন শুভাংশু শুক্ল। ভারতের জন্য নতুন ইতিহাস রচনা করলেন শুভাংশু,যা তাঁর সম্পর্কে আগ্রহ বৃদ্ধি করেছে সকলের। মহাকাশচারী হিসেবে কত টাকা বেতন শুভাংশুর, তাও জানতে উৎসুক সকলে। (ISRO Astronauts Salary)
আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA এবং ধনকুবের ইলন মাস্কের সংস্থা SpaceX-এর যৌথ উদ্যোগে Axiom 4 অভিযানের আওতায় চার মহাকাশচারীকে মহাকাশে পাঠানো হয়। শুভাংশুকে মহাকাশে পাঠাতে প্রায় ৫৫০ কোটি টাকা খরচ করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO. ভারতের পাশাপাশি, বিদেশেও মহাকাশ অভিযানের প্রশিক্ষণ দেওয়া হয় শুভাংশুকে। (Shubhanshu Shukla Salary)
কার্গিল যুদ্ধই সেনায় নাম লেখাতে উদ্বুদ্ধ করে শুভাংশুকে। আর তাতেই মা-বাবাকে লুকিয়ে ১৭ বছর বয়সে ন্য়াশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে আবেদনপত্র জমা দেন। সেই পরীক্ষাতে উতরেও যান তিনি। প্রথমে আপত্তি থাকলেও, ছেলের ইচ্ছে শেষ পর্যন্ত মেনে নেন সকলে। এর পর এয়ার ফোর্স অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেন শুভাংশু। ভারতীয় বায়ুসেনায় থাকাকালীন SU-30MKI, MiG-21, MiG-29, জাগুয়ার, হকের মতো যুদ্ধবিমান উড়িয়েছেন। ২০০০ ঘণ্টার বেশি উড়ানের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সেস-এ এ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন শুভাংশু। ২০১৯ সালে ‘গগনযান’ অভিযানের জন্য নির্বাচিত হন শুভাংশু। রাশিয়ায় ইউরি গ্যাগারিন কসমোনাট ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিতে পাঠানো হয় তাঁকে। তবে ‘গগনযান’ অভিযানের আওতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি মহাকাশযানে চেপে অভিযানে যাওয়ার কথা শুভাংশুর। তার আগে Axiom 4 অভিযানের জন্য শুভাংশুর উপরই বাজি ধরে ISRO.
এত কম বয়সে শুভাংশু যে কৃতিত্ব অর্জন করেছেন, তাতে গর্বে বুক ফুলে উঠছে ভারতবাসীর। ISRO-র মহাকাশচারী হিসেবে তিনি কত টাকা আয় করেন, তা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। ISRO-র বিজ্ঞানীদের বেতন নির্ভর করে অভিজ্ঞতা ও পদের উপর। মহাকাশচারীদের বেতন ঘোরাফেরা করে বছরে ১২ থেকে ২০ লক্ষ টাকার মধ্যে। কোন অভিযানে যাচ্ছেন, কতটা পরিশ্রম রয়েছে, সেই নিরিখে বেতনে তারতম্য চোখে পড়ে। পাশাপাশি, বিশেষ সুযোগ-সুবিধাও পান মহাকাশচারীরা।
Axiom 4 অভিযানের জন্য বাড়তি কোনও টাকা পাননি শুভাংশু। বরং তাঁকে মহাকাশে পাঠাতে প্রায় ৫৫০ কোটি টাকা খরচ করে ISRO. শুভাংশুকে যদিও ISRO বেতন দেয় না। বায়ুসেনার তরফেই তাঁর বেতন মেটানো হয়। Ambitionbox-এর হিসেব অনুযায়ী, ভারতীয় বায়ুসেনার গ্রুপ-৪ ক্যাপ্টেনের বেতন ২ লক্ষ ৪৩ হাজার ৬০৬ থেকে ২ লক্ষ ৫৩ হাজার ৪৮৪ টাকার মধ্যে ঘোরাফেরা করে। অভিজ্ঞতার নিরিখে বেতন বার্ষিক বেতন হতে পারে ১৮ থেকে ৬৫ লক্ষ টাকা পর্যন্ত।























