City Killer Asteroid: 'সিটি কিলার' গ্রহাণু, বাড়ল পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা, জানাল নাসা
NASA: জ্যোতির্বিজ্ঞানীদের অনুমান, ২০৩২ সালের ২২ ডিসেম্বর 2024 YR4 গ্রহাণুকে পৃথিবী পৃষ্ঠে আছড়ে পড়তে পারে। আর সেই আছড়ে পড়ার সম্ভাবনাই বেড়ে এখন দাঁড়িয়েছে ৩.১ শতাংশে।

City Killer Asteroid: সম্প্রতি একটি গ্রহাণু আবিষ্কার করেছে নাসা। গ্রহাণুর নাম 2024 YR4, যার গতিপথ সর্বক্ষণ নজরে রাখছে নাসা। আগেই এই গ্রহাণুকে 'সিটি কিলার' বলা হয়েছে। অর্থাৎ একটা শহর ধ্বংসের ক্ষমতা রাখে এই গ্রহাণু। সম্প্রতি 2024 YR4 গ্রহাণু সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে নাসা। তারা জানিয়েছে, পৃথিবীকে এই গ্রহাণুর আঘাত করার সম্ভাবনা আগের তুলনায় বেড়ে ৩.১ শতাংশ হয়েছে। ২০৩২ সালে এই গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের অনুমান, ২০৩২ সালের ২২ ডিসেম্বর 2024 YR4 গ্রহাণু পৃথিবী পৃষ্ঠে আছড়ে পড়তে পারে। আর সেই আছড়ে পড়ার সম্ভাবনাই বেড়ে এখন দাঁড়িয়েছে ৩.১ শতাংশে।
এই গ্রহাণুর পৃথিবীর বুকে আছড়ে পড়লে কী কী হতে পারে
নাসার টেলিস্কোপ 2024-YR4 গ্রহাণুকে প্রথম আবিষ্কার করেছিল পৃথিবী থেকে ২৭ মিলিয়ন মাইল দূরে। এই গ্রহাণুকে নাসার Sentry রিস্কের তালিকাভুক্ত করা হয় তৎক্ষণাৎ। নাসার এই Sentry তালিকা সেইসব 'নিয়ার আর্থ অবজেক্ট'- এর উপর নজর রাখে, যেগুলির পৃথিবীর উপর আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। 2024 YR4 গ্রহাণু গত বছর ২৭ ডিসেম্বর প্রথম নাসার নজরে এসেছিল। Chile's El Sauce Observatory- এর মাধ্যমে এই গ্রহাণুর হদিশ পেয়েছিল নাসা। আকার আয়তনে এই গ্রহাণু ১৩০ ফুট (৩৯.৬২ মিটার) থেকে ৩০০ ফুটের (৯১.৪৪ মিটার) মধ্যে। যদিও এটি ৬ মাইল প্রশস্ত behemoth গ্রহাণুর মতো নয়, যা লক্ষ লক্ষ বছর আগে ডায়নোসরদের নিশ্চিহ্ন করে দিয়েছিল। এই গ্রহাণুর প্রভাব এখনও মারাত্মক বিধ্বংসী হতে পারে।
বিজ্ঞানীরা জানিয়েছে, যদি নাসার নতুন আবিষ্কৃত গ্রহাণু 2024 YR4- এর পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হয় তাহলে তার ফলাফল ভয়াবহ হতে পারে। এই গ্রহাণু পৃথিবীর বুকে আছড়ে পড়লে ৭.৭ মেগাটনের টিএনটি- র থেকেও বেশি শক্তি উৎপন্ন করতে সক্ষম হবে। ভূপৃষ্ঠে ৩০০০ ফুট প্রশস্ত গর্ত তৈরি হতে পারে। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমাতে যে অ্যাটম বোম ফেলা হয়েছিল তার তুলনায় ৫০০ গুণ বেশি শক্তি সম্পন্ন বিস্ফোরণ হতে পারে এই গ্রহাণুর পৃথিবীর সঙ্গে সংঘর্ষের ফলে।
যদি এই গ্রহাণুর মাঝ আকাশে বিস্ফোরণ হয় তাহলেও প্রভাব খুবই মারাত্মক হবে। ১৯০৮ সালে Tunguska গ্রহাণু মাঝ আকাশে বিস্ফোরণের পরেও সাইবেরিয়ার জঙ্গলে ৮৩০ বর্গ মাইলের বেশি এলাকায় থাকা ৮০ মিলিয়নের বেশি গাছ ধ্বংস করে দিয়েছি। এই ঘটনার জেরে ৩ জনের মৃত্যুও হয়েছিল বলে খবর। নতুন 2024 YR4 গ্রহাণুও মাঝ আকাশে বিস্ফোরণের পরে এতটা মারাত্মক প্রভাবই ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। আপাতত এই গ্রহাণুর জন্য নাসা যে রিস্ক করিডর ম্যাপ তৈরি করেছে সেখানে দেখানো হয়েছে যে, এই গ্রহাণু পৃথিবীর বুকে আছড়ে পড়লে কোথায় কোথায় তার প্রভাব পড়তে পারে। এই গ্রহাণুর গতিপথ বর্তমানে দক্ষিণ আমেরিকা থেকে অ্যাটালান্টিক জুড়ে, সাব-সাহারান আফ্রিকা হয়ে, আরব সাগরের উপর দিয়ে এবং ভারতে প্রসারিত। আগামী দিন আরও ডেটা পেলে এই গ্রহাণুর পথ আরও পরিবর্তিত হবে।






















