পাবলিক রিলেশনস সোসাইটি অফ ইন্ডিয়া, কলকাতা চ্যাপ্টারের নতুন কমিটি
PRSI Kolkata Chapter: মূল বক্তা জহর সরকার গণমাধ্যমের সঙ্গে যুক্ত সমস্ত প্রফেশনাল এবং সাংবাদিকদের এই ডিজিটাল প্রযুক্তিতে পরিবর্তন আরও সাবলীলভাবে গ্রহণ এবং নৈতিকতা নিয়ে আরও সজাগ হওয়ার কথা বলেছেন।

কলকাতা: পাবলিক রিলেশনস সোসাইটি অফ ইন্ডিয়া, কলকাতা চ্যাপ্টারের ৫৫ তম বার্ষিক সাধারণ সভায় নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। সৌম্যজিৎ মহাপাত্র নব নির্বাচিত চেয়ারম্যান বা সভাপতি হয়েছেন। অন্যান্যদের মধ্যে অনিন্দ দাস ভাইস চেয়ারম্যান বা উপসভাপতি, চিত্রলেখা ব্যানার্জি সম্পাদক, নির্মল চ্যাটার্জি যুগ্ম সম্পাদক এবং ইয়াসমিন খাতুন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। ড মহুল ব্রহ্ম এবং সৌভিক কুমার চন্দ্র নির্বাহী কমিটির অন্যতম সদস্য হিসাবে যুক্ত হয়েছেন। মূল বক্তা জহর সরকার গণমাধ্যমের সঙ্গে যুক্ত সমস্ত প্রফেশনাল এবং সাংবাদিকদের এই ডিজিটাল প্রযুক্তিতে পরিবর্তন আরও সাবলীলভাবে গ্রহণ এবং নৈতিকতা নিয়ে আরও সজাগ হওয়ার কথা বলেছেন।
(প্রতিবেদনটি এবিপি লাইভ কর্তৃক সম্পাদিত নয়)






















