পরিবেশ রক্ষার শপথ, মহাসমারোহে বৃক্ষরোপণ অভিযানের সূচনা সিদ্ধা গ্রুপের
Siddha Group Plantation Drive: পরিবেশকে আরও সবুজ করে গড়ে তুলতে ও জীববৈচিত্র্য রক্ষার তাগিদে ২০৩০ সালের মধ্যে ৫০ হাজার বৃক্ষরোপণের অঙ্গীকার নিয়েছে সিদ্ধা গ্রুপ।
কলকাতা: স্বপ্নের বাড়ি ও ফ্ল্যাট বানানোর পাশাপাশি পৃথিবীকে আরও সবুজ করে তুলতে সর্বদাই সচেষ্ট থাকে বিখ্যাত রিয়েল এস্টেট সংস্থা সিদ্ধা গ্রুপ। সমাজের উন্নতি ও পরিবেশ রক্ষার জন্য সর্বদাই এগিয়ে আসে তারা। আর তাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে তারা দ্বিতীয় বৃক্ষরোপণ অভিযানের সূচনা করল সিদ্ধা গ্যালাক্সিয়াতে। গত ২৭ জুলাই তাদের এই মহৎ উদ্য়োগে যোগ দিয়েছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়, বিখ্যাত ফুড ব্লগার ও ফুডকা-র প্রতিষ্ঠাতা ইন্দ্রজিৎ লাহিড়ি, পরিচালক-প্রযোজক ও লেখক সত্রাজিৎ সেন। বিখ্যাত এই মানুষগুলির সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয়ভাবে যোগ দিয়েছিলেন সিদ্ধা গ্যালাক্সিয়া আবাসনের বাসিন্দারাও। সবুজ এবং আরও সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে সবার এই যৌথ উদ্যোগ আগামী প্রজন্মের জন্য একটা উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে।
ইন্দ্রজিৎ লাহিড়ি ও সত্রাজিৎ সেনের সঙ্গে বৃক্ষরোপণে শিশুরা
পরিবেশ পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের যে প্রতিশ্রুতি সিদ্ধা গ্রুপ নিয়েছে। তার ফলস্বরূপ এই অভিযান শুরু হয়েছে কলকাতার নিউটাউন থেকে। বৃক্ষরোপণের মধ্যে দিয়ে পরিবেশে দূষণের পরিমাণ কমিয়ে জীববৈচিত্র্যকে সুরক্ষিত রাখার শপথ নিয়েছে সিদ্ধা গ্রুপ। পরিবেশ দূষণের বিরুদ্ধে প্রকৃতিকে বাঁচানোর লড়াইয়ে আগামী ২০৩০ সালের মধ্যে ৫০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। বিশিষ্ট অতিথি ও সিদ্ধা গ্যালিক্সিয়ার বাসিন্দারা ২০০টি গাছ বসিয়ে যার সূচনা করলেন বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে। সিদ্ধা গ্রুপের তরফে মহৎ এই অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন মিস্টার দেব সেঠিয়া ও অন্যান্য সিনিয়র আধিকারিকরা।
এপ্রসঙ্গে সিদ্ধা গ্রুপের ডিরেক্টর আয়ুষ্মান জৈন বলেন, "ভবিষ্যত প্রজন্মের জন্য পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ২০৩০ সালের মধ্যে ৫০ হাজার বৃক্ষরোপণের অঙ্গীকার করেছি আমরা। এটি আমাদের বৃক্ষরোপণ অভিযানের দ্বিতীয় পর্যায়কে চিহ্নিত করে যা সিদ্ধা গ্যালাক্সিয়ার বাসিন্দাদের সক্রিয় সমর্থন ও সহযোগিতার ফলে সম্ভব হয়েছে। এই উদ্য়োগ আমাদের প্রকৃতি ও সমাজের প্রতি দায়বদ্ধ মানসিকতার প্রতিফলন।"
টলি অভিনেতা বিক্রমের সঙ্গে বৃক্ষরোপণ শিশুদের
সিদ্ধা গ্রুপের এই বৃক্ষরোপণ অভিযান তাদের প্রাথমিক ক্রিয়াকলাপ ও সামাজিক প্রকল্পগুলির মধ্যে সংযোগ স্থাপনের কাজ করে। এর আগেও প্রকৃতি সংরক্ষণে উল্লেখযোগ্য অবদান রেখেছে এই সংস্থা। বিভিন্ন মানুষের সহযোগিতায় ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে ৫০ হাজার বৃক্ষরোপণ করেছে অত্যন্ত সাফল্যের সঙ্গে। প্রাকৃতিক বৈচিত্র্য ধরে রাখতে ও পরিবেশ পরিবর্তনের বিরুদ্ধে বিশ্বব্যাপী যে লড়াই চলছে তাতে এভাবেই উল্লেখ্যযোগ্য অবদান রাখতে চায় সিদ্ধা গ্রুপ।
গত ৩৮ বছর ধরে মুম্বই, জয়পুর ও কলকাতায় সাফল্যের সঙ্গে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করে চলেছে সিদ্ধা গ্রুপ। এখন পর্যন্ত তারা এক কোটি স্কোয়ার ফুট আবাসিক ও ব্যবসায়িক জায়গা গ্রাহকদের হাতে তুলে দিয়েছে। ভারতের মধ্যে রুফটপ স্কাইওয়ার্কের ক্ষেত্রে তারাই পথিকৃৎ। পূর্ব ভারতে বিশ্বমানের প্রকল্প গড়ে তোলার জন্য ২০১৮-১৯ সালে সিএনবিসির কাছ থেকে মোস্ট ট্রাস্টেড রিয়েল এস্টেট ব্র্যান্ডের শিরোপা জিতে নেওয়ার পাশাপাশি ৩০টির বেশি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডও জিতে নিয়েছে সিদ্ধা গ্রুপ।