এক্সপ্লোর
ব্যাটিংয়ে গভীরতা বাড়ানোর উদ্দেশ্য ভাল, তবে টি-২০ দলে ফেরানো উচিত চাহলকে, মত আকাশ চোপড়ার
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজের দলে নেই চাহল ও কুলদীপ যাদব।
নয়াদিল্লি: ভারতের টি-২০ দলে লেগস্পিনার যুজবেন্দ্র চাহলকে ফেরানোর পক্ষে সওয়াল করলেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি বলেছেন, ‘চাহল দলে ফিরবে। রাহুল চাহার মূলত বোলার। আট নম্বরে ওয়াশিংটন সুন্দর ব্যাট না করলেও হয়তো চলবে। ব্যাটিংয়ে গভীরতা বাড়ানোই চাহলকে বাদ দেওয়ার উদ্দেশ্য। ব্যাটিংয়ে গভীরতা থাকলে রক্ষণশীল ব্যাটিং করা যায় না। ইংল্যান্ডও সেই পথে হেঁটেছে। ওরা ব্যাটিংয়ের ধারণাই বদলে দিয়েছে। একদিনের আন্তর্জাতিকে ৪০০ রান করাই ওদের লক্ষ্য ছিল। ওরা একাধিকবার সেটা করে দেখিয়েছে। টি-২০ ম্যাচে ভারতও আক্রমণাত্মক ব্যাটিং করতে চাইছে। তাতে কোনও ভুল নেই। ধারাবাহিকভাবে ২২০ রান করার অভিপ্রায় দেখাতে হবে। সেটা হলে ঠিক আছে, না হলে ৮, ৯ বা ১০ নম্বরে ব্যাটিংয়ে গুরুত্ব দেওয়া এখনও উচ্চাকাঙ্খা।’
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজের দলে নেই চাহল ও কুলদীপ যাদব। চাহলকে অবশ্য একদিনের সিরিজের দলে রাখা হয়েছে। কুলদীপকে একদিনের ও টেস্ট সিরিজের দলে রাখা হয়েছে। সুন্দর ও চাহারকে টি-২০ সিরিজের দলে রাখা প্রসঙ্গে বিরাট বলেছেন, ব্যাটিংয়ে গভীরতা বাড়ানো এবং ধারাবাহিকভাবে ২০০-র বেশি রান করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আকাশ অবশ্য বিরাটের এই ভাবনার সঙ্গে পুরোপুরি একমত নন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement