AB de Villiers: কীভাবে শেষ ২ বছর ক্রিকেট খেলেছিলেন ডিভিলিয়ার্স, জানলে অবাক হবেন
South Africa Cricket: ডিভিলিয়ার্স জানিয়েছেন, কেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে অকালেই বিদায় জানিয়েছিলেন।
জোহানেসবার্গ: তিনি দক্ষিণ আফ্রিকা (South Africa) ক্রিকেটের কিংবদন্তি। প্রোটিয়াদের ক্রিকেটকে এক অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছিলেন। অবিশ্বাস্য সব ইনিংস খেলেছেন ব্যাট হাতে। উইকেটের চারপাশে শট খেলতে পারতেন বলে তাঁর নামকরণই হয়ে গিয়েছিল, মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি।
তিনি এ বি ডিভিলিয়ার্স (AB de Villiers)। অবসর নেওয়ার সময়ও ছিলেন দুরন্ত ছন্দে। কেন তিনি ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন, অনেকের মনেই সেই প্রশ্ন তৈরি হয়েছিল। এবার নিজের অবসরের আসল কারণ জানালেন এবিডি স্বয়ং। যে কারণ জেনে হতবাক অনেকে।
ডিভিলিয়ার্স জানিয়েছেন, কেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে অকালেই বিদায় জানিয়েছিলেন। জানিয়েছেন, কেরিয়ারের শেষ কয়েকটা বছর রেটিনার ভয়ঙ্কর সমস্যা নিয়ে খেলে গিয়েছেন তিনি।
২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ডিভিলিয়ার্স। তবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট খেলেছেন এ বি। বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে আইপিএলে সাফল্যের সঙ্গে খেলে গিয়েছেন ডিভিলিয়ার্স। তবে শারীরিক প্রতিবন্ধকতা সামলে খেলতে হয়েছিল তাঁকে। যার রেশ পড়েছিল শেষ দু'বছরে তাঁর পারফরম্যান্সেও।
ডিভিলিয়ার্স বলেছেন, 'আমার সন্তান দুর্ঘটনাবশত তার পা দিয়ে আমার চোখে লাথি মেরেছিল। ডান চোখে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছিলাম। আমার চোখে যখন অস্ত্রোপচার করা হয়, চিকিৎসক জানতে চেয়েছিলেন ক্রিকেট খেলছিলাম কীভাবে? সৌভাগ্যবশত কেরিয়ারের শেষ দু'বছর আমার বাঁ চোখ যথেষ্ট সাহায্য় করেছে।'
ডিভিলিয়ার্স জানিয়েছেন, ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় যে হ্যান্ড-আই কো অর্ডিনেশন তাঁর সম্পদ ছিল, সেটাই কার্যত আঁধারে ডুবেছিল। এ বি বলেছেন, 'কোভিড অতিমারীও একটা ভূমিকা পালন করেছিল। আন্তর্জাতিক ক্রিকেটের কথা বলতে গেলে, ২০১৫ সালের বিশ্বকাপ একটা বড় ধাক্কা ছিল। সেটা কাটিয়ে উঠতে আমার সময় লেগেছিল। যখন দলে ফিরলাম, আমি যা খুঁজছিলাম সেটা পাইনি।'
২০১৯ বিশ্বকাপে তাঁর ফেরা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। ২০১৮ সালে অবসরের পর শোনা যাচ্ছিল ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইচ্ছেপ্রকাশ করেছেন ডিভিলিয়ার্স। যদিও সেই প্রস্তাব দেওয়া হয়েছিল ২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণার একদিন আগে এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তার কোনও জবাব দেয়নি। তারা চেয়েছিল দু'বছর ধরে ভাল ক্রিকেট খেলে আসা খেলোয়াড়দেরই সুযোগ দেওয়া হোক বিশ্বকাপে।
ডিভিলিয়ার্স বলেছেন, 'আমি নিজেও প্রশ্ন করছিলাম, এটাই কি আমার কেরিয়ারের শেষ? আমি আইপিএলেও খেলতে চাইনি। ২০১৮ সালে সব ধরনের ক্রিকেট থেকেই সরে দাঁড়িয়েছিলাম। তারপর মনে হয়েছিল টেস্ট ক্রিকেট আরেকটু খেলি। ভারত ও অস্ট্রেলিয়াকে হারাতে চেষ্টা করি। তারপর অবসর নেব। নিজের ওপর প্রচারের কোনও আলো চাইনি। শুধু বলতে চেয়েছিলাম, দারুণ সময় কেটেছে। ধন্যবাদ।'
১১৪ টেস্টে ৮৭৬৫ রান করেছিলেন ডিভিলিয়ার্স। ২২৮টি ওয়ান ডে ম্যাচে ৯৫৭৭ রান রয়েছে তাঁর।
আরও পড়ুন: লাল কার্ড ফেরান্দোকে, নাটকীয় ম্যাচে ২ গোলে পিছিয়ে পড়েও ড্র মোহনবাগানের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।