ABP Exclusive: বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে সুযোগ বৈদ্যবাটির শ্যুটার মেহুলির
Shooting News: হুগলির বৈদ্যবাটির শ্যুটার মেহুলি ঘোষের (Mehuli Ghosh) সামনে বড় সুযোগ। শ্যুটিং বিশ্বচ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে নির্বাচিত হলেন তিনি।
সন্দীপ সরকার, কলকাতা: হুগলির বৈদ্যবাটির শ্যুটার মেহুলি ঘোষের (Mehuli Ghosh) সামনে বড় সুযোগ। শ্যুটিং বিশ্বচ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে নির্বাচিত হলেন তিনি। অগাস্ট মাসে বাকুতে আয়োজিত হবে শ্যুটিং বিশ্বচ্যাম্পিয়নশিপ। সেপ্টেম্বরে চীনে হবে এশিয়ান গেমস (Hangzhou Asian Games)। দুই প্রতিযোগিতাতেই ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন বঙ্গকন্যা।
১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের জন্য জাতীয় দলে রয়েছেন তিনি। প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরেছেন মেহুলি। ১৪ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত বাকু বিশ্ব চ্যাম্পিয়নশিপ শ্যুটিং চলবেয তার জন্য ২২ সদস্যের ভারতীয় দল বেছে নেওয়া হয়েছে শনিবার। এশিয়ান গেমসের জন্য বাছা হয়েছে ২১ সদস্যের দল।
শ্যুটিংয়ে একের পর এক নজির গড়ে চলেছেন হুগলির বৈদ্যবাটির শ্যুটার মেহুলি ঘোষ (Mehuli Ghosh)। জাতীয় স্তরের টুর্নামেন্টে মে মাসের শেষেই পদকের হ্যাটট্রিক করেছেন বঙ্গকন্যা। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে তিনটি পদক জিতেছিলেন মেহুলি। যার মধ্যে জোড়া স্বর্ণপদকও ছিল। একটি ব্রোঞ্জ পদকও জিতে নিয়েছিলেন মেহুলি।
খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেছিলেন মেহুলি। নয়াদিল্লিতে আয়োজিত এই প্রতিযোগিতায় জোড়া সোনা জিতেছিলেন তিনি। ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত বিভাগে সোনা জেতেন মেহুলি। নর্মদা নীতিনকে হারিয়ে দেন তিনি।
View this post on Instagram
হায়দরাবাদে গগন নারাঙ্গের অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেন মেহুলি। তবে অলিম্পিক্সের কথা ভেবে আরও জোরদার প্রস্তুতি নিতে চান বঙ্গকন্যা। যে লক্ষ্যে ফ্রান্সে পাড়ি দেবেন তিনি। সেখানে আরও উন্নত পরিকাঠামোয় প্রস্তুতি সারবেন। মেহুলির মা মিতালি ঘোষ এবিপি লাইভকে বলছিলেন, 'এখন নয়াদিল্লিতে আছে মেহুলি। ১৬ জুলাই থেকে ফ্রান্সে অলিম্পিক্সের শিবির হবে। তারই প্রস্তুতি শিবির চলছে দিল্লিতে।'
View this post on Instagram
জাতীয় দলে জায়গা ফিরে পেতে মরিয়া ছিলেন মেহুলি। যুব অলিম্পিক্সে রৌপ্যপদকজয়ী শ্যুটার বিশ্ব মঞ্চেও নজর কাড়তে বদ্ধপরিকর। ব্যক্তিগত বিভাগের ফাইনালে সোনা জিতে যেন দেশের সেরা শ্যুটারদের বার্তা দিয়েছিলেন বঙ্গতনয়া। ৬০ শটের ফাইনালে ১০.৬ গড়ে স্কোর করেছেন মেহুলি। যা বেশ উৎসাহিত হওয়ার মতোই। অবশেষে লক্ষ্যপূরণ হল তাঁর। জাতীয় দলে জায়গা করে নিলেন মেহুলি।
আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে কবে? কীভাবে-কোথায় কেনা যাবে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন