ABP Exclusive: কোচিংয়ে আসছেন যুবরাজ! নিখরচায় শেখার সুযোগ পাবে উঠতি প্রতিভাবানরা
Bengal Cricket: এবার মহারাজের শহর থেকে ক্রিকেটার তুলে আনার ব্রত নিলেন যুবরাজ। যুবরাজ সিংহ (Yuvraj Singh)। কলকাতার বুকে যিনি খুলছেন ক্রিকেট অ্যাকাডেমি।
কলকাতা: 'ক্রিকেট থেকেই সব কিছু পেয়েছে যুবি। এবার ও ক্রিকেটকে কিছু ফিরিয়ে দিতে চায়। ও সম্ভবত পুরোদস্তুর কোচিংয়ে আসবে,' বলছিলেন বিশাল ভাটিয়া (Vishal Bhatia)।
পিছনে তখন এক ঝাঁক ছেলেমেয়ে নিজেদের দক্ষতার পরীক্ষা দিচ্ছে। আর শ্যেন দৃষ্টিতে তা দেখছেন বিশাল। সঙ্গী বিনীত জৈন (Vineet Jain)। দুজনই প্রাক্তন রঞ্জি ক্রিকেটার। বর্তমানে কলকাতায়। বড় দায়িত্ব নিয়ে। কলকাতার রাজারহাটে ক্রিকেট অ্যাকাডেমি খুলতে চলেছেন যুবরাজ সিংহ (Yuvraj Singh)। ১৭-১৯ জুন বাংলার ২৬০ জন প্রতিভাবান কচি-কাঁচাদের ট্রায়ালে দেখে নিলেন দুই কোচ বিশাল ও বিনীত। সেখান থেকে একশোজনকে বেছে নেওয়া হবে অ্যাকাডেমির জন্য।
আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে তাঁর উত্থানের নেপথ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ভূমিকা কী ছিল, ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) অনুরাগীরা সকলেই জানেন। এবার মহারাজের শহর থেকে ক্রিকেটার তুলে আনার ব্রত নিলেন যুবরাজ। যুবরাজ সিংহ (Yuvraj Singh)। কলকাতার বুকে যিনি খুলছেন ক্রিকেট অ্যাকাডেমি। রাজারহাটে মার্লিন রাইজে যুবরাজের অ্যাকাডেমিতে থাকছে বিশ্বমানের পরিকাঠামো। খুদেদের শেখাতে আসবেন স্বয়ং যুবিও। অ্যাকাডেমির সহকারী কোচেরা জানাচ্ছেন, পুরোদস্তুর কোচিংয়েও আসতে পারেন ২০১১ বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার।
সৌরভের নেতৃত্বে আন্তর্জাতিক মঞ্চে আবির্ভাব, দক্ষতার জোরে জাতীয় দলে জায়গা পাকা করে নেওয়া, মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়, ২০১১ সালের ওয়ান ডে বিশ্বকাপে কার্যত একার কাঁধে করে ভারতীয় দলকে ফাইনালে টেনে নিয়ে যাওয়া, যার স্বীকৃতি স্বরূপ ম্যান অফ দ্য় টুর্নামেন্ট পুরস্কার, মারণব্যাধি ক্যান্সারকে হারিয়ে বাইশ গজে নাটকীয় প্রত্যাবর্তন, যুবরাজ সিংহের কেরিয়ারে ক্রিকেট রূপকথায় জায়গা করে নিয়েছে। যাঁর মন্ত্রই ছিল, নেভার গিভ আপ। কখনও হাল ছেড়ো না। এবার সেই মন্ত্রেই বাংলার খুদে ক্রিকেটারদের দীক্ষা দেবেন যুবি।
রাজারহাটে মার্লিন রাইজে তৈরি হচ্ছে যুবরাজের স্বপ্নের অ্যাকাডেমি। পূর্ব ভারতে প্রথম। মাঠ তৈরি। বিনীত বলছেন, 'অ্যাস্ট্রো টার্ফ, ঘাসের পিচ থেকে শুরু করে থাকছে সব ধরনের উইকেট। তৈরি হবে ইন্ডোর স্টেডিয়াম। ইডেন গার্ডেন্স ছাড়া বাংলার আর কোথাও ক্রিকেটের জন্য ইন্ডোর স্টেডিয়াম নেই।'
সৌরভের সমর্থন চান যুবরাজ। সেই সঙ্গে সিএবি-র সঙ্গে গাঁটছড়াও বাঁধতে চান। যুবরাজ নিজেও আসবেন খুদেদের ক্রিকেটের পাঠ দিতে। বিশাল বলছেন, 'শীঘ্রই উদ্বোধন হবে অ্যাকাডেমির। যুবরাজ নিজে আসবে উদ্বোধনে। এছাড়া সারা বছরই খুদে ক্রিকেটারদের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ রাখবে। কয়েকদিন করে এসে প্র্যাক্টিসের তত্ত্বাবধানও করবে।'
প্রতিভাবান ক্রিকেটারদের নিখরচায় প্রশিক্ষণ দেওয়া হবে অ্যাকাডেমিতে। জিম থেকে শুরু করে ভিডিও অ্যানালিসিস রুম, সবই থাকবে। বাংলা থেকে ভবিষ্যতের সৌরভ তুলে আনাই লক্ষ্য় যুবরাজের।
আরও পড়ুন: 'অমিতাভ বচ্চনকে আউট করে দেওয়ায় বাবার সঙ্গে তিনদিন কথা বলিনি'