এক্সপ্লোর

Ravi Kumar Exclusive: বাবার আপত্তি উড়িয়ে ক্রিকেট শুরু, বিশ্বকাপের দলে সুযোগ পেয়ে রোমাঞ্চিত স্টার্ক-ভক্ত রবি

India U19 WC Exclusive: স্থানীয় টুর্নামেন্টে তাঁর বোলিং দেখে ভাল লেগে গিয়েছিল ক্রিকেট কোচ অরবিন্দ ভরদ্বাজের। ঘষামাজা করলে অনেক দূর যাবে, জুহুরির চোখে উপলব্ধি করেছিলেন অরবিন্দ। বাদ সাধলেন কিশোরের বাবা।

কলকাতা: স্থানীয় একটি টুর্নামেন্টে তাঁর বোলিং দেখে ভাল লেগে গিয়েছিল ক্রিকেট কোচ অরবিন্দ ভরদ্বাজের (Arbind Bharadwaj)। খুদে প্রতিভাকে ঘষামাজা করলে অনেক দূর যাবে, জুহুরির চোখে উপলব্ধি করেছিলেন অরবিন্দ। কিন্তু বাদ সাধলেন কিশোরের বাবা, পেশায় সিআরপিএফ জওয়ান রাজেন্দ্র প্রসাদ। তিনি কিছুতেই চান না যে, বড় ছেলে ক্রিকেট খেলুক। বরং আর পাঁচজন রক্ষণশীল অভিভাবকের মতো তাঁরও মনে হয়েছিল, ছেলে পড়াশোনা করবে। ভাল চাকরি করবে।

শেষ পর্যন্ত বুঝিয়ে-সুঝিয়ে রাজেন্দ্রকে রাজি করাতে পেরেছিলেন অরবিন্দ। শুরু হয়েছিল কিশোরের এক নতুন সফর।

সেদিনের সেই কিশোর রবি কুমার (Ravi Kumar)। বাংলার বাঁহাতি পেসার রবিবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ভারতীয় দলে সুযোগ পেলেন। বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রবি। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের দলেও রয়েছেন তিনি। যে দল সোমবার উড়ে যাবে সংযুক্ত আরব আমিরশাহিতে। তার আগে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চলছে প্রস্তুতি শিবির। সেখান থেকে রবিবার সন্ধ্যায় এবিপি লাইভকে রবি বললেন, 'আমি খুব খুশি। ভারতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলা আমার স্বপ্ন।'

যদিও শৈশবে রবি কখনও ভাবেননি যে, তিনি ক্রিকেটার হবেন। উত্তরপ্রদেশের আলিগড়ে পৈতৃক ভিটে। সেখানে নেহাত সময় কাটাতেই ক্রিকেট খেলতেন। আর পাঁচটা বাচ্চার মতো। টেনিস বলে। রবি বলছিলেন, 'ক্রিকেটার হওয়ার কথা ভাবিনি। ছোটবেলা আলিগড়ে একটি স্থানীয় টুর্নামেন্টে দেখেছিলেন অরবিন্দ স্যার। আমার বোলিং ভাল লেগে যায়। বাবা আমাকে ক্রিকেট খেলতে দিতে চাননি। কোচের জোরাজুরিতে রাজি হন। আমার সব দায়িত্ব নেন অরবিন্দ স্যার। তারপর আমি ক্রিকেটকে ভালবেসে ফেলি।' আলিগড়ে অরবিন্দের অ্যাকাডেমিতে খেলা শুরু। এখন ছাত্রকে তালিম দিতে মাঝে মধ্যে কলকাতায় আসেন অরবিন্দ। রবিও সময় পেলেই যান আলিগড়ে।

কলকাতায় জন্ম। পরে আলিগড়ে যান রবি। তবে ক্রিকেটের টানেই কলকাতায় ফিরে আসা। নাকতলায় কাকু-কাকিমার কাছে থাকেন। রবি বলছেন, 'আমি নিজেকে বাংলারই একজন মনে করি। কলকাতাতেই জন্ম। বাংলাই আমার বাড়ি। এখানকার মানুষজন, খাবার-দাবার সবই ভাল লাগে। আমি বাংলারই হয়ে গিয়েছি।'

তিন ভাই-বোন। দিদি বড়। বাবা সিআরপিএফে কর্মরত। আপাতত ওড়িশায় পোস্টিং। কলকাতা ময়দানে রবির হাতেখড়ি হাওড়া ইউনিয়নে খেলে। চলতি মরসুমে প্রথম ডিভিশনে খেলছেন বালিগঞ্জ ইউনাইটেডের হয়ে। বাংলার অনূর্ধ্ব ১৯ দলে খেলেছেন। রবি বলছেন, 'রাজ্য দলে খেলা ও ভারতীয় দলে খেলার মধ্যে অনেক তফাত আছে। অনেক বেশি পরিশ্রম করতে হয়। কারণ জাতীয় দলে আমার পারফরম্যান্স সবাই দেখবে। এই সুযোগ কাজে লাগাতে চাই।' যোগ করছেন, 'সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, বাংলার অনূর্ধ্ব ১৯ কোচ দেবাঙ্গ গাঁধী, জয়ন্ত স্যার ও শৈশবের কোচ অরবিন্দ ভরদ্বাজের কাছে আমি কৃতজ্ঞ। নেটে আমার বোলিং দেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় স্যার (Sourav Ganguly)। সেটাও আমার কাছে বড় অনুপ্রেরণা।'

প্রিয় ক্রিকেটার? রবি বলছেন, 'আমি মিচেল স্টার্কের ভক্ত। স্টার্কের বোলিং স্টাইল, আগ্রাসন ভাল লাগে। পেসারের আত্মবিশ্বাস সবচেয়ে বড় অস্ত্র। বল দুদিকে স্যুইং করাতে পারি। ভাল খেলার ব্যাপারে আমি আশাবাদী।'

আরও পড়ুন: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেলেন বাংলার রবি

জাতীয় শিবিরে অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের উৎসাহ দিয়েছেন রোহিত শর্মা। যিনি নিজে এখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবিলিটেশন করছেন। কী বললেন রোহিত? রবি বলছেন, 'রোহিত স্যার বললেন, খেলা উপভোগ করো। চাপ নিও না। শেখার অনেক কিছু রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে শিখবে। ক্রিকেট উপভোগ করো। কোচ হৃষিকেষ কানিতকরও একই কথা বলেছেন।'

ক্রিকেটের জন্য একসময় পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন। আবার শুরু করবেন। দশম শ্রেণিতে। আপাতত রবির চোখে জাতীয় যুব দলের হয়ে বিশ্বজয়ের স্বপ্ন।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Team India Victory Parade Live: টিম ইন্ডিয়ার বাস প্যারেড শুরুর সময় পিছিয়ে গেল?
টিম ইন্ডিয়ার বাস প্যারেড শুরুর সময় পিছিয়ে গেল?
West Bengal Assembly: আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন
আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন
Bihar Bridge Collapse: ধসে নেমে গেল মাঝের অংশ, নদীতে বসে গেল থাম, বিহারে ফের ভাঙল সেতু, ১৭ দিনে ১২টি
ধসে নেমে গেল মাঝের অংশ, নদীতে বসে গেল থাম, বিহারে ফের ভাঙল সেতু, ১৭ দিনে ১২টি
Brain Eating Amoeba: মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ, পুকুরে স্নান করে চরম পরিণতি কিশোরের
মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ, পুকুরে স্নান করে চরম পরিণতি কিশোরের
Advertisement
ABP Premium

ভিডিও

Doctor Murder: চিকিৎসক অনির্বাণ দত্তকে ষড়যন্ত্র করে খুন, প্রমাণ লোপাটের অভিযোগে তদন্ত শুরুAriadah incident: ডানলপের কাছে ISI চত্বর থেকে পাকড়াও জয়ন্ত সিংহ। ABP Ananda LIVESubodh Singh Update: সুবোধের পর বেউড় জেল থেকে আনা হল শাগরেদ রওশনকে। ABP Ananda LiveRabindra Sarobar : রবীন্দ্র সরোবর এলাকায় অল্প ভাড়ায় জমি দেওয়ার অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Team India Victory Parade Live: টিম ইন্ডিয়ার বাস প্যারেড শুরুর সময় পিছিয়ে গেল?
টিম ইন্ডিয়ার বাস প্যারেড শুরুর সময় পিছিয়ে গেল?
West Bengal Assembly: আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন
আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন
Bihar Bridge Collapse: ধসে নেমে গেল মাঝের অংশ, নদীতে বসে গেল থাম, বিহারে ফের ভাঙল সেতু, ১৭ দিনে ১২টি
ধসে নেমে গেল মাঝের অংশ, নদীতে বসে গেল থাম, বিহারে ফের ভাঙল সেতু, ১৭ দিনে ১২টি
Brain Eating Amoeba: মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ, পুকুরে স্নান করে চরম পরিণতি কিশোরের
মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ, পুকুরে স্নান করে চরম পরিণতি কিশোরের
Weather Today: নিম্নচাপের মেঘ ঘনাচ্ছে রাজ্যে? জারি হলুদ সতর্কতা, আজ বৃষ্টি দুর্যোগ কোন কোন জেলায়?
নিম্নচাপের মেঘ ঘনাচ্ছে রাজ্যে? জারি হলুদ সতর্কতা, আজ বৃষ্টি দুর্যোগ কোন কোন জেলায়?
Mukul Roy Injured: বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট! কলকাতার হাসপাতালে ভর্তি মুকুল রায়
বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট! কলকাতার হাসপাতালে ভর্তি মুকুল রায়
Narendra Modi: সংসদে মোদির মুখে চোপড়া-কাণ্ড! নাম না করে নিশানায় তৃণমূল?
সংসদে মোদির মুখে চোপড়া-কাণ্ড! নাম না করে নিশানায় তৃণমূল?
Kolkata News: ছানি অপারেশনের পর চোখে 'আঁধার', হাসপাতালের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
ছানি অপারেশনের পর চোখে 'আঁধার', হাসপাতালের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
Embed widget