এক্সপ্লোর
ভারতীয় ক্রিকেটের ‘অচ্ছে দিন’ আসছে, কুম্বলে প্রসঙ্গে গাওস্কর

নয়াদিল্লি: অনিল কুম্বলে ভারতীয় দলের কোচ হওয়ায় খুশি প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্কর। তাঁর মতে, এর ফলে ভারতীয় ক্রিকেটের ‘অচ্ছে দিন’ আসতে চলেছে। ভারতের কোচ হিসেবে কুম্বলের নাম ঘোষিত হওয়ার পরেই গাওস্কর বলেছেন, বর্তমান ক্রিকেটাররা ইন্টারনেটে কুম্বলের সাফল্যের খতিয়ান দেখে নিতে পারে। ভারতের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছেন এই লেগ স্পিনার। তিনি ড্রেসিংরুমে সবার শ্রদ্ধা আদায় করে নেবেন। কুম্বলের কোচিংয়ের অভিজ্ঞতা না থাকাকে গুরুত্ব দিচ্ছেন না গাওস্কর। তিনি বলেছেন, ভাল ম্যানেজার হওয়ার জন্য ডিগ্রির দরকার হয় না। কোচ হিসেবে কুম্বলে দলে অভিজ্ঞতা, বুদ্ধিমত্তা এবং দৃঢ় সঙ্কল্পের সঞ্চার করতে পারবেন। এক বছর অনেক বেশি সময়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















