আফগানিস্তানের বিরুদ্ধে ২৩ রানে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল ওয়েস্ট ইন্ডিজ
এদিন ভাল লড়াই দিয়েছে আফগানরা। দ্বিতীয় উইকেটে রহমত শাহ ও ইকরাম ১৩৩ রানের পার্টনারশিপ করে। তৃতীয় উইকেটে ইকরাম ও নাজিবুল্লার মধ্যে ৫১ রানের পার্টনারশিপ হয়।
![আফগানিস্তানের বিরুদ্ধে ২৩ রানে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল ওয়েস্ট ইন্ডিজ Afghanistan finish on zero as WI sign off with win আফগানিস্তানের বিরুদ্ধে ২৩ রানে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল ওয়েস্ট ইন্ডিজ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/07/04235820/west-indies.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লিডস: জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার, শেষ ম্যাচে আফগানিস্তানকে তারা ২৩ রানে হারিয়ে দিল। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩১১ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ভাল রান করেন শাই হোপ (৭৭), লুইস (৫৮), পুরন (৫৮)। জবাবে ২৮৮ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। তবে, এদিন ভাল লড়াই দিয়েছে আফগানরা। দ্বিতীয় উইকেটে রহমত শাহ ও ইকরাম ১৩৩ রানের পার্টনারশিপ করে। তৃতীয় উইকেটে ইকরাম ও নাজিবুল্লার মধ্যে ৫১ রানের পার্টনারশিপ হয়। একটা সময় ২ উইকেটে ১৮৯ রান ছিল আফগানিস্তানের। কিন্তু, এরপরই দ্রুত উইকেট হারিয়ে ফেলে তারা। কার্লোস ব্রেথওয়েট ৪ উইকেট নেন। কেমার রোচ নেন তিনটি। ফলে, আফগানিস্তান তাদের সবকটি ম্যাচই হারল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)