এক্সপ্লোর
Advertisement
আগামী বছর প্রকাশিত হচ্ছে আফ্রিদির আত্মজীবনী
নয়াদিল্লি: আগামী বছর প্রকাশিত হতে চলেছে শাহিদ আফ্রিদির আত্মজীবনী। সাংবাদিক ওয়াজাহত খান এই আত্মজীবনী লিখেছেন। নাম দেওয়া হয়েছে ‘শাহিদ আফ্রিদি: অ্যান অটোবায়োগ্রাফি’। সম্প্রতি ভারত-পাক সম্পর্ক নিয়ে মন্তব্য এবং প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিয়াদাঁদের সঙ্গে ঝগড়া করে বিতর্কে জড়িয়েছেন আফ্রিদি। অতীতেও বহুবার বিতর্কে জড়িয়েছেন তিনি। আত্মজীবনী প্রকাশিত হওয়ার পরেও বিতর্কের ঝড় বয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৭ বলে শতরান করে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব হয়েছিল আফ্রিদির। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি একজন বর্ণময় চরিত্র। জনপ্রিয়তা যেমন পেয়েছেন, তেমনই বিতর্কও হয়েছে তাঁকে ঘিরে।
এহেন আফ্রিদি আত্মজীবনী প্রসঙ্গে বলেছেন, ‘এত বছর ধরে খেলার সুবাদে আমি কয়েকশো সাক্ষাৎকার দিয়েছি। টেলিভিশনে বহু অনুষ্ঠানে গিয়েছি। কিন্তু কোনওদিন যেটা বলিনি, আত্মজীবনীতে সেই কথা থাকবে। বিভিন্ন বিষয়ে আমার অনেক কিছু বলার আছে। বিশেষ করে ভারতীয়দের সঙ্গে বন্ধুত্ব, লড়াই নিয়ে খোলাখুলি মনের কথা লিখেছি। সেনাবাহিনীর প্রতি আমার অনুরাগ, রাজনৈতিক বিষয়ে মতামতের কথাও উল্লেখ করা হয়েছে আত্মজীবনীতে। এই কাজ সহজ ছিল না। তবে ওয়াজাহতের মতো একজন ভাল সাংবাদিকের সঙ্গে হাত মেলাতে পেরে আমি গর্বিত। আমাকে নিজের কথা বলার সুযোগ দেওয়ার জন্য প্রকাশকের কাছে কৃতজ্ঞ।’
ওয়াজাহত ও প্রকাশক সংস্থা এই আত্মজীবনী নিয়ে আশাবাদী। তাঁরা মনে করছেন, এই বই ক্রিকেটদুনিয়ায় ঝড় তুলবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ক্রিকেট
স্বাস্থ্য
Advertisement