এক্সপ্লোর
কাল থেকে শুরু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বোর্ড সভাপতি একাদশের তিনদিনের ম্যাচ, নজরে ‘ওপেনার’ রোহিত
রোহিতের পাশাপাশি পেসার উমেশ যাদবও তিনদিনের এই ম্যাচের মাধ্যমে টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে পারবেন।

বিজয়নগরম: কাল থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বোর্ড সভাপতি একাদশের তিনদিনের ম্যাচ। টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে এই ম্যাচটি দু’দলের কাছেই গুরুত্বপূর্ণ। ভারতীয় দলের নজর থাকবে ওপেনার হিসেবে খেলতে নামা রোহিত শর্মার দিকে। এতদিন একদিনের আন্তর্জাতিক ও টি-২০ ম্যাচে ওপেন করলেও, এই প্রথম টেস্টে ওপেন করবেন রোহিত। তার আগে তিনদিনের এই ম্যাচ তাঁর কাছেও প্রস্তুতির মঞ্চ।
রোহিতের পাশাপাশি পেসার উমেশ যাদবও তিনদিনের এই ম্যাচের মাধ্যমে টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে পারবেন। জসপ্রীত বুমরাহ চোট পাওয়ায় তাঁর বদলে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে সুযোগ মিলেছে উমেশের। তিনি বোর্ড সভাপতি একাদশের হয়ে ভাল পারফরম্যান্স দেখিয়ে টেস্ট দলে নিজের জায়গা পাকা করতে চাইবেন।
এছাড়া টেস্ট দলের ওপেনার হিসেবে রোহিতের কাছে জায়গা হারানো লোকেশ রাহুল, দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলার সুযোগ না পাওয়া করুণ নায়ারেরও ভাল পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে ফেরার লক্ষ্য থাকবে।
বোর্ড সভাপতি একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), ময়ঙ্ক অগ্রবাল, প্রিয়াঙ্ক পাঞ্চাল, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, সিদ্ধেশ লাড, কে এস ভরত (উইকেটকিপার), জলজ সাক্সেনা, ধর্মেন্দ্রসিংহ জাডেজা, আবেশ খান, ঈশান পোড়েল, শার্দুল ঠাকুর ও উমেশ যাদব।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
