এক্সপ্লোর
Advertisement
রাজনৈতিক উত্তাপের মধ্যেই ওড়িশায় হকি বিশ্বকাপে দল পাঠাবে পাকিস্তান
নয়াদিল্লি: ভারত-পাকিস্তানের মধ্যে যতই রাজনৈতিক উত্তাপ থাকুক না কেন, এ বছরের নভেম্বর-ডিসেম্বরে ওড়িশার ভুবনেশ্বরে অনুষ্ঠিত হতে চলা হকি বিশ্বকাপে দল পাঠাবে বলে জানিয়ে দিল পাকিস্তান। ফলে ফের হকির ময়দানে ভারত-পাক লড়াই দেখা যেতে পারে।
চারবারের হকি বিশ্বকাপ চ্যাম্পিয়ন পাকিস্তান এবারের প্রতিযোগিতায় দল পাঠাবে কি না, সে বিষয়ে সংশয় ছিল। তবে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওসি) জানিয়ে দিয়েছে, ভারত সরকারের কাছ থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পর পাকিস্তান হকি দল ভারতে আসবে।
আইওসি সভাপতি নরিন্দর বাত্রা বলেছেন, ‘যে ১৬টি দেশ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে, তাদের মধ্যে আছে পাকিস্তান। ভারত সরকার, ক্রীড়া ও বিদেশ মন্ত্রক ছাড়পত্র দিয়েছে। তাই পাকিস্তান ভারতে আসছে। হকি বিশ্বকাপ আন্তর্জাতিক প্রতিযোগিতা। তাই কোনও দেশ যদি আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার সঙ্গে যুক্ত থাকে, তাহলে তাদের বাধা দেওয়া যায় না।’
ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ২৮ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে হকি বিশ্বকাপ। ভারতে এর আগে শেষবার হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement