Kumble On Franchise Cricket: ভারতীয় তরুণদের বিদেশি লিগে খেলার পক্ষেই সওয়াল করলেন কুম্বলে
T20 World Cup: ইংল্যান্ড দলের একাধিক তারকা বিগ ব্যাশ লিগে খেলেন। অনেকেরই মতে বিগ ব্যাশে অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা ইংল্যান্ডের তারকাদের বিশ্বকাপে ভাল পারফর্ম করতে সাহায্য করেছে।
নয়াদিল্লি: ফের একবার আরেক বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে টিম ইন্ডিয়ার। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে পরাজিত হয় ভারত (Indian Cricket Team)। এই পরাজয়ের পর থেকেই ভারতীয় খেলোয়াড়দের বিদেশি লিগে খেলে অভিজ্ঞতা অর্জন করার উপদেশ দিয়েছেন অনেকেই। ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় এই বিষয়ে তেমন কোনও মন্তব্য করতে না চাইলেও, জল্পনা কিন্তু থামছে না। এরই মাঝে ভারতের প্রাক্তন কোচ তথা রাহুল দ্রাবিড়ের প্রাক্তন সতীর্থ অনিল কুম্বলে (Anil Kumble) কিন্তু ভারতীয় তারকাদের বিদেশি লিগে খেলার পক্ষেই সওয়াল করলেন।
ইংল্যান্ড দলের একাধিক তারকা বিগ ব্যাশ লিগে খেলেন। অনেকেরই মতে বিগ ব্যাশে অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা ইংল্যান্ডের তারকাদের বিশ্বকাপে ভাল পারফর্ম করতে সাহায্য করেছে। সেই থেকেই ভারতীয় তারকাদেরও একই পথ অনুসরণ করার পরামর্শ দিচ্ছেন অনেকে। কুম্বলের মতে কয়েকজন তরুণ তারকাদের পরের বিশ্বকাপের আগে বিদেশি লিগে অংশগ্রহণ করার সুযোগ করে দিলে মন্দ হয় না। তিনি বলেন, 'আমার মতে বিভিন্ন পরিবেশে খেলার অভিজ্ঞতাটা সবসময়ই খেলোয়াড়দের সাহায্য করে। আইপিএলে প্রচুর বিদেশি তারকা অংশগ্রহণ করেন এবং তার ফলে ভারতীয় ক্রিকেটের যে উন্নতি হয়েছে, সেটা আমরা সকলেই দেখেছি। যদি আমরা যে ধরনের ক্রিকেট খেলতে আগ্রহী তার উপযোগী তরুণ খেলোয়াড়দের বাছাই করে, বিদেশি লিগে খেলার সুযোগ করে দেওয়াতে সমস্যা তো কিছু নেই। আমার মনে হয় এটা জরুরি।'
সিনিয়রদের ভবিষ্যত
সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে লজ্জার হারের পর সমালোচনায় বিদ্ধ ভারতীয় দল (Ind vs Eng)। প্রশ্ন উঠছে, রোহিত শর্মা, বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমারদের টি-টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে। যদিও সিনিয়র ক্রিকেটারদের পাশে দাঁড়াচ্ছেন কোচ রাহুল দ্রাবিড়। সেমিফাইনাল ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে দ্রাবিড় বলেন, 'সিনিয়র প্লেয়ারদের ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় আসেনি। ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে বিষয়টি। পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এখনও অনেক সময় রয়েছে। সেমিফাইনালের পর এসব বলা কঠিন। রোহিত, কোহলি, ভুবনেশ্বররা দারুণ পারফর্মার। আমাদের পরের বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করে দিতে হবে।'
আরও পড়ুন: