এক্সপ্লোর
Advertisement
ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট: কোহলির ফর্ম নিয়ে উদ্বেগ, গোড়ালির ব্যথা বাড়ায় অনিশ্চিত ইশান্ত, প্রথম একাদশে হয়তো উমেশ
ক্রাইস্টচার্চের রেকর্ড নিউজিল্যান্ড শিবিরকে আত্মবিশ্বাসী করে তুলবে। এই মাঠে ৬টি টেস্ট খেলে ৪টি জিতেছে কিউয়িরা। একটি ড্র। পরাজয় মাত্র একটি টেস্টে।
ক্রাইস্টচার্চ: ভারতীয় ব্যাটিংয়ের স্তম্ভ তিনি। বর্তমানে বিশ্বের সেরা ব্যাটসম্যান হিসাবেও তাঁকে মেনে নিয়েছেন অধিকাংশ বিশেষজ্ঞ, প্রাক্তনীরা। অথচ নিউজিল্যান্ড সফরে সেই বিরাট কোহলির ব্যাট নীরব। চলতি সফরে এখনও পর্যন্ত ৯টি ইনিংস খেলেছেন ভারতীয় অধিনায়ক। তার মধ্যে একটিমাত্র হাফসেঞ্চুরি। ওয়েলিংটনে দুই ইনিংসে তাঁর রান যথাক্রমে ২ ও ১৯। ক্রাইস্টচার্চে আগামীকাল অর্থাৎ শনিবার থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় তথা শেষ টেস্ট। সিরিজ বাঁচাতে গেলে জিততেই হবে ভারতকে। যদিও তার আগে ব্যাট হাতে অধিনায়কের ফর্ম উদ্বেগে রাখছে ভারতীয় শিবিরকে।
অধিনায়কের ফর্ম নিয়ে দুশ্চিন্তার মধ্যে ভারতীয় শিবিরে কাঁটা ইশান্ত শর্মার চোট। ছন্দে আছেন ভারতীয় পেসার। সিরিজের দ্বিতীয় টেস্টে একটি কীর্তির মুখেও দাঁড়িয়ে রয়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে আর তিনটি উইকেট নিলে টেস্টে ৩০০ উইকেট ক্লাবে ঢুকে পড়বেন দিল্লির ডানহাতি পেসার। অনিল কুম্বলে, কপিল দেব, হরভজন সিংহ, আর অশ্বিন ও জাহির খানের পর ষষ্ঠ ভারতীয় বোলার হিসাবে টেস্টে ৩০০ উইকেট হবে ইশান্তের। আপাতত ৯৭ টেস্টে ২৯৭ উইকেট ইশান্তের। ২০১৮ সাল থেকে দুরন্ত ছন্দে আছেন ইশান্ত। এই সময়ের মধ্যে ১৮টি টেস্টে তিনি নিয়েছেন ৭১টি উইকেট।
তবে দ্বিতীয় টেস্টে তাঁর খেলা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে। ডান পায়ের গোড়ালির ব্যথায় কাবু ডানহাতি পেসার। রঞ্জি ট্রফিতে দিল্লির হয়ে খেলার সময় চোট পেয়েছিলেন ইশান্ত। সেই ব্যথাই বেড়েছে তাঁর। ইশান্তের পরিবর্তে প্রথম একাদশে দেখা যেতে পারে উমেশ যাদবকে।
ক্রাইস্টচার্চের রেকর্ড নিউজিল্যান্ড শিবিরকে আত্মবিশ্বাসী করে তুলবে। এই মাঠে ৬টি টেস্ট খেলে ৪টি জিতেছে কিউয়িরা। একটি ড্র। পরাজয় মাত্র একটি টেস্টে। এই মাঠে নিউজিল্যান্ডের সাফল্যের হার ৬৬.৬৭ শতাংশ। অন্যদিকে এই মাঠে প্রথমবার টেস্ট ম্যাচ খেলবে ভারত। ভারতের বিরুদ্ধে দেশের মাটিতে ৮টি টেস্ট সিরিজ খেলে এখনও পর্যন্ত ৫টি জিতেছে নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চ টেস্ট জিতলে বা ড্র হলে সেই সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ হবে।
সব দিক থেকে ফের কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছে ভারতীয় দল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement