এক্সপ্লোর
আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ, অশ্লীল মন্তব্য, জোফ্রা আর্চার, জেসন রয়ের জরিমানা
মন্থর ওভার রেটের জন্য পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদেরও ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

ছবি সৌজন্যে ট্যুইটার
নটিংহ্যাম: গতকাল পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ এবং অশ্লীল মন্তব্য করায় ইংল্যান্ডের দুই ক্রিকেটার জেসন রয় ও জোফ্রা আর্চারের ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করা হল। মন্থর ওভার রেটের জন্য পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদেরও ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাকিস্তানের অন্যান্য ক্রিকেটারদের ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। ম্যাচ রেফারি জেফ ক্রো জানিয়েছেন, গতকালের ম্যাচে পাকিস্তানের ইনিংসের ১৪-তম ওভারে অশ্লীল মন্তব্য করেন রয়। তাঁর এই মন্তব্য শুনতে পান আম্পায়াররা। আইসিসি আচরণবিধির ২.৩ ধারা লঙ্ঘন করায় তাঁর জরিমানা হয়েছে। পাকিস্তানের ইনিংসের ২৭-তম ওভারে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন আর্চার। তিনি আইসিসি আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘন করেছেন। পাকিস্তান দল আবার নির্ধারিত সময়ে এক ওভার কম বল করে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















