এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
সফল মস্তিষ্কের অস্ত্রোপচার, সুস্থ হচ্ছেন ফুটবল কিংবদন্তী মারাদোনা
দিয়েগোর হেমাটোমা (রক্ত জমাট বাঁধা অঞ্চল) সফলভাবে অস্ত্রোপচার করে বের করা গিয়েছে। অস্ত্রোপচারের ঝক্কি ভালোভাবেই সামাল দিতে পেরেছে ওঁর শরীর।
![সফল মস্তিষ্কের অস্ত্রোপচার, সুস্থ হচ্ছেন ফুটবল কিংবদন্তী মারাদোনা Argentina soccer great Maradona in recovery after successful brain surgery সফল মস্তিষ্কের অস্ত্রোপচার, সুস্থ হচ্ছেন ফুটবল কিংবদন্তী মারাদোনা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/11/04144604/maradona.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বুয়েনস আয়ার্স: কাটল চিন্তার মেঘ। দিয়েগো মারাদোনার অস্ত্রোপচার সফল। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়েছিল সদ্য ষাটে পা দেওয়া "ফুটবল ঈশ্বর"কে। জরুরি ভিত্তিতে হওয়া সেই অস্ত্রোপচার সফলের পর মারাদোনার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে।
মারাদোনার ব্যক্তিগত চিকিৎসক তথা নিউরোসার্জেন লিওপোলডো লুকে জানিয়েছেন, দিয়েগোর হেমাটোমা (রক্ত জমাট বাঁধা অঞ্চল) সফলভাবে অস্ত্রোপচার করে বের করা গিয়েছে। অস্ত্রোপচারের ঝক্কি ভালোভাবেই সামাল দিতে পেরেছে ওঁর শরীর। ঘণ্টাখানেক কিছুটা বেশি সময় ধরে চলে অস্ত্রোপচার।
সফল অস্ত্রোপচারের পর আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মারাদোনা। এমনিতে অস্ত্রোপচারটি খুব জটিল না হলেও মারাদোনার একাধিক শারীরিক সমস্যার জেরেই চিন্তায় ছিলেন চিকিৎসকরা। প্রথমে অ্যানিমিয়া ও ডিহাইড্রেশন নিয়ে পরে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধা ধরা পড়ে। শুক্রবারই স্থানীয় ক্লাব জিমনাসিয়ার কোচ মারাদোনা তাঁর জন্মদিন ও ক্লাবের ম্যাচের আগে ভক্তদের দেখা দিয়েছিলেন।
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সের ওলিভোস ক্লিনিক হাসপাতালের বাইরে জমা হওয়া মারাদোনার সমর্থকরা সফল অস্ত্রোপচারের খবর শুনেই ‘দিয়েগো, দিয়েগো’ বলে চিৎকার করে ওঠেন।
জনা পঞ্চাশেক ভক্তের মধ্যে জনৈক অস্কার মেদিনা বলেছেন, ‘চিকিৎসকদের সাহায্য নিয়ে লড়ছেন দিয়েগো। ভগবানের কাছে ওইসব চিকিৎসকদের দীর্ঘায়ু কামনা করি। আর ওঁর (মারাদোনা) লোকেরা এঁর পুরো সুস্থ হওয়া পর্যন্ত রাস্তাতেই অপেক্ষা করবে। সর্বকালের সর্বসেরার দ্রুত আরোগ্য কামনা করছি আমরা সকলে।‘
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)