এক্সপ্লোর
Advertisement
বিস্ময় বোলিং অ্যাকশনে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে চমক জাগালেন অশ্বিন, ভাইরাল হল ভিডিও
পুরো রান আপ না নিয়েই বল করেন অশ্বিন। বলটি রিলিজ করার সময় তাঁর নন বোলিং আর্ম নড়েইনি। এবং স্টেপিংও ভুল হয়। যেটা ইচ্ছাকৃতভাবেই করা
চেন্নাই: বল হাতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করে ছাড়েন। তাঁর বলের ধাঁধা উদ্ধার করতে নাজেহাল হন তাবড় ব্যাটসম্যানেরা। সেই রবিচন্দ্রন অশ্বিন এবার হাজির হলেন বিস্ময় অ্যাকশন নিয়ে। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে (টিএনপিএল) তাঁর করা একটি ডেলিভারি দেখে হতবাক সকলে।
টিএনপিএলে ডিন্ডিগুল ড্রাগনসের হয়ে খেলছেন তামিলনাড়ুর তারকা অফস্পিনার। তাঁদের ম্যাচ ছিল চিপক সুপার গিলিসের বিরুদ্ধে। ম্যাচটি জিতেছেন অশ্বিনরাই। তবে চর্চা শুরু হয়েছে তাঁর একটি ডেলিভারি নিয়ে।
ঘটনাটি চিপক সুপার গিলিসের ইনিংসের শেষ ওভারে। ম্যাচ জেতার জন্য তখন ২ বলে ১৭ রান দরকার ছিল তাদের। হাতে মাত্র এক উইকেট। কার্যত ম্যাচ হেরেই গিয়েছিল চিপক। বল করছিলেন অশ্বিন। ওভারের পঞ্চম বলটি করে ব্যাটসম্যান-দর্শক সকলকেই হতবাক করে দেন অশ্বিন।
কীরকম ছিল সেই ডেলিভারি?
পুরো রান আপ না নিয়েই বল করেন অশ্বিন। বলটি রিলিজ করার সময় তাঁর নন বোলিং আর্ম নড়েইনি। এবং স্টেপিংও ভুল হয়। যেটা ইচ্ছাকৃতভাবেই করা। সেই ভিডিও মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অশ্বিন অবশ্য বারবারই চমকপ্রদ ঘটনা ঘটিয়ে শিরোনামে উঠে এসেছেন। গত আইপিএলে জস বাটলারকে মাঁকড়িং করে আউট করেছিলেন। টিএনপিএলের এই ডেলিভারি দেখে সকলেই বিস্ময়াবিষ্ট।Ravi Ashwin being unpredictable.#TNPL #TNPL2019 pic.twitter.com/CJJkPpsCR4
— Shrii (@4th_Umpire_) July 19, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement