এক্সপ্লোর
দেখুন: দুরন্ত ফিল্ডিংয়ে কীভাবে রান আউট করলেন জাডেজা
নয়াদিল্লি: এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা ফের প্রমাণ করলেন, কেন তাঁকে বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার বলা হয়। বাংলাদেশের ইনিংসের ২৭ তম ওভারের ঘটনা। যজুবেন্দ্র চাহলের বলে খেলছিলেন বাংলাদেশি ওপেনার লিটন দাস। অন্যপ্রান্তে মহম্মদ মিঠুন। ওই ওভারে পাঁচ বলে মাত্র ১ রান হয়েছিল। তাই রানের জন্য চাপ বাড়ছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের ওপর। শেষ বলে লিটন দারুণ একটা কভার ড্রাইভ মারেন।মিড অফে ফিল্ডিং করছিলেন জাডেজা। বল বাউন্ডারি পার করে যাবেই বলে মনে হচ্ছিল। কিন্তু অন্য কিছু ভেবেছিলেন জাডেজা। ঝাঁপিয়ে পড়ে বলটি ধরেন তিনি। এ টুকু বললে ওই অসাধারণ ফিল্ডিংয়ের বর্ণনা হয়না। আসলে জাডেজা শরীর পুরো ছুঁড়ে দিয়ে প্রায় ৬.৬১ মিটার দূরত্ব কভার করে বলটি ধরেন। ততক্ষণে দুই ব্যাটসম্যানের বোঝাপড়ায় গলদ দেখা যায়। জাডেজা স্ট্রাইকিং প্রান্তে বল ছুঁড়তে গিয়েও ক্ষণিকের জন্য থমকালেন। দেখলেন নন-স্টাইকিং প্রান্তের ব্যাটসম্যান অনেকটা এগিয়ে গিয়েছেন। সঙ্গে সঙ্গে বোলারের হাতে বল ছুঁড়ে দেন তিনি। মিঠুন ২ রানে রান আউট হয়ে যান।
— Kabali of Cricket (@KabaliOf) September 28, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement