Sourav Ganguly: এশিয়া কাপে টিম ইন্ডিয়াকে নিয়ে কী প্রত্যাশা, জানালেন সৌরভ
Asia Cup 2022: এবারের এশিয়া কাপ হতে চলেছে টি-টোয়েন্টি ফর্ম্যাটে। এশিয়া কাপে ভারতের পারফরম্যান্স নিয়ে ইতিবাচক ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
কলকাতা: এশিয়া কাপ (Asia Cup 2022) শুরু হতে চলেছে। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে কারণে এবারের এশিয়া কাপ হতে চলেছে টি-টোয়েন্টি ফর্ম্যাটে। এশিয়া কাপে ভারতের পারফরম্যান্স নিয়ে ইতিবাচক ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। জানিয়ে দিলেন, টুর্নামেন্টে ভালই করবে টিম ইন্ডিয়া।
সোমবার, ১৫ অগাস্ট। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ। দেশজুড়ে সাড়ম্বরে পালিত হল বিশেষ এই দিনটি। সিএবি-তেও মহা আড়ম্বরে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। গোটা ইডেন গার্ডেন্স সেজে উঠেছে তেরঙার রংয়ে। সকালে ক্লাব হাউস চত্বরে পতাকা উত্তোলন করেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সিএবি-র সমস্ত শীর্ষ কর্তাও ছিলেন।
তার আগে সোমবার সকালে বেহালার বীরেন রায় রোডে নিজের অফিসের বাইরেও পতাকা উত্তোলন করেন সৌরভ। জাতীয় ডাক বিভাগ থেকে সৌরভের হাতে তুলে দেওয়া হয় জাতীয় পতাকা। সৌরভ জানিয়েছেন, স্বাধীনতার ৭৫ বছর প্রত্যেক ভারতীয়র কাছে বিরাট এক মুহূর্ত। সামনেই এশিয়া কাপ। সৌরভ বলেন, 'এখনও ২ সপ্তাহ সময় রয়েছে। ভারত ভাল দল। এশিয়া কাপে ভালই করবে।'
View this post on Instagram
দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতার ৭৫ বছর। আর এই বিশেষ দিনে ভারতীয় ক্রীড়াবিদরাও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই তালিকায় রয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। নিজেদের সোশাল মিডিয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেছেন ২ জনে। বিরাট (Virat Kohli) নিজের অ্যাকাউন্ট থেকে ও অনুষ্কা তাঁর অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করেছেন। ক্যাপশনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে জয় হিন্দ জানিয়েছেন বিরুষ্কা।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে খোশমেজাজে সৌরভ, উত্তোলন করলেন জাতীয় পতাকা