Asia Cup 2023 Live: ২১৩ রানের পুঁজি নিয়েও কুলদীপের দৌরাত্ম্যে ৪১ রানে শ্রীলঙ্কাকে হারাল ভারত
Asia Cup 2023, IND Vs SL Live Updates: অন্যদিকে শ্রীলঙ্কা ও ভারত এখনও পর্যন্ত সুপার ফোরে একটি করে ম্য়াচই খেলেছে। ভারত একে ও পয়েন্ট টেবিলে শ্রীলঙ্কা দ্বিতীয় স্থানে রয়েছে।
LIVE
Background
কলম্বো: এশিয়া কাপের সুপার ফোরের (Asia Cup Super 4) লড়াই জমে উঠেছে। গতকাল পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে জয়ের পর পয়েন্ট টেবিলে (Asia Cup 2023 Points Table) শীর্ষে উঠে এসেছে ভারতীয় দল। ২২৮ রানের বিশাল ব্যবধানে বাবর আজমের দলের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল রোহিত বাহিনী। এই ম্যাচের আগে পাকিস্তানই ছিল পয়েন্ট টেবিলে শীর্ষে। কিন্তু তাঁদেরই টেক্কা দিয়ে এবার শীর্ষে উঠে এসেছেন রাহুলরা। পাকিস্তান সুপার ফোরে এখনও পর্যন্ত দুটো ম্য়াচ খেলেছে। একটি ম্যাচে জয় পেয়েছে তারা। ফলে তিন নম্বরে নেমে গিয়েছে বাবর আজমের দল। অন্যদিকে শ্রীলঙ্কা ও ভারত এখনও পর্যন্ত সুপার ফোরে একটি করে ম্য়াচই খেলেছে। ভারত একে ও পয়েন্ট টেবিলে শ্রীলঙ্কা দ্বিতীয় স্থানে রয়েছে। বাংলাদেশ সুপার ফোরে দুটো ম্যাচ খেলে দুটো ম্যাচেই হেরেছে। ফলে তাঁদের ফাইনালে ওঠার আশা একেবারেই নেই বলাই যায়। মূলত ফাইনালে ওঠার লড়াইয়ে এখন ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান এই তিন দেশ।
বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য হিসেবে ভারতীয় দলের কাছে এশিয়া কাপ একটা বড় মঞ্চ। এখনও পর্যন্ত দলের ক্রিকেটারদের পারফরম্যান্স গ্রাফও বেশ ভাল। রানে ফিরেছেন রোহিত, গিল। শতরান পেয়েছেন চোট সারিয়ে ফেরা কে এল রাহুল। ধারাবাহিক রান করছেন বিরাট কোহলিও। স্পিনারদের মধ্যে গতকালই ৫ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। তবে আবহাওয়া এবারের টুর্নামেন্টে ভারতের কাছে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে গিয়েছিল। সুপার ফোরে গতকাল রিজার্ভ ডে-তে পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে রোহিত বাহিনী। কিন্তু এর ফলে টানা তিনদিন মাঠে নামতে হচ্ছে ভারতকে। এই পরিস্থিতিতে ছেলেরা ফর্মে থাকলেও আজকের ম্য়াচে ক্লান্তি একটা ইস্যু হতে পারে।
গতকাল ম্য়াচে জয়ের পর বিরাট কোহলিও সেই বিষয় সম্পর্কে জানিয়েছিলেন। আর্দ্রতা অত্যাধিক কলম্বোতে এখন। তার মধ্য়ে গতকাল প্রায় ২৫ ওভার ব্যাটিং করার পর ৩২ ওভার ফিল্ডিংও করতে হয়েছে কোহলি ও রাহুলকে। গতকাল ম্য়াচের সেরার পুরস্কার নিয়ে কোহলি বলেছিলেন, ''আমার ১৫ বছরের কেরিয়ারে এই প্রথম ওডিআই ম্যাচ খেলার পর ফের নামতে হচ্ছে। তবে কোনও রকম সমস্যা হবে না। কারণ আমরা প্রত্যেককেই টেস্ট ক্রিকেটার। আমরা সৌভাগ্যবান টেস্ট ক্রিকেটার হয়ে, তাই জানি কিভাবে ম্যাচে ফিরে আসতে হয়। এছাড়াও আমি এই স্টেডিয়ামের গ্রাউন্ড স্টাফদের বিশেষ ধন্যবাদ জানাতে চাই।''
IND Vs SL Live Score: ভারতের জয়
দুরন্ত জয় ভারতের। মাথিশা পাথিরানাকে আউট করে শ্রীলঙ্কাকে ১৭২ রানে অল আউট করে দিলেন কুলদীপ যাদব।
IND Vs SL Live Score: জয়ের দোরগোড়ায় ভারত
বল হাতে মাহিশ থিকসানাকে আউট করে ভারতকে অষ্টম সাফল্য এনে দিয়েছিলেন হার্দিক। এবার পরের ওভারেই নবম উইকেট হারাল দ্বীপরাষ্ট্র। কাসুন রাজিথাকে বোল্ড করলেন কুলদীপ যাদব। ১৭২ রানে নবম উইকেট হারাল শ্রীলঙ্কা।
IND Vs SL Live Score: বড় সাফল্য
দুরন্ত পার্টনারশিপ ভেঙে ভারতকে কাঙ্খিত সাফল্য এনে দিলেন জাডেজা। ৪১ রানে ডি সিলভাকে ফেরালেন তিনি। জমে উঠেছে ম্যাচ। ৩৯ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১৬৮/৭। ১১ ওভারে শ্রীলঙ্কার জয়ের জন্য ৪৬ রানের প্রয়োজন। ভারতের চাই তিন উইকেট।
IND Vs SL Live: ব্যাট হাতেও ওয়ালালাগের দাপট
বলের পর ব্যাট হাতেও দাপট দেখাচ্ছেন ওয়ালালাগে। কুলদীপের বিরুদ্ধে বিরাট ছক্কা হাঁকালেন তিনি। ওভারে উঠল ১০ রান। ৩৩ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১৪৮/৬। ওয়ালালাগে ২৬ ও ধনঞ্জয় ডি সিলভা ৩৬ রানে ব্য়াট করছেন। ইতিমধ্যেই সপ্তম উইকেটে ৪৯ রান যোগ করে ফেলেছেন দুইজনে।
IND Vs SL Live Score: ষষ্ঠ সাফল্য
শ্রীলঙ্কান স্পিনাররা ভারতীয় দলকে ফাঁদে ফেলেছিলেন। এবার ভারতীয় স্পিনাররাও নিজেদের দাপট দেখানো শুরু করেছেন। কুলদীপের দুই উইকেটের পর এবার সাফল্য পেলেন রবীন্দ্র জাডেজা। শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে ৯ রানে ফেরালেন তিনি। ২৬ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১০৪/৬। জয়ের জন্য শ্রীলঙ্কাকে ২৪ ওভারে আরও ১১০ রান করতে হবে।