এশিয়া কাপ: দলে ‘আত্মবিশ্বাসের সঙ্কট’ তৈরি হয়েছে, জানালেন পাক কোচ মিকি আর্থার
দুবাই: ভারতের বিরুদ্ধে ৯ উইকেটে হার দলের ‘খারাপতম’ পারফরম্যান্সগুলির অন্যতম। এমনটাই মনে করেন পাকিস্তানের কোচ মিকি আর্থার। তাঁর দাবি, রবিবার পর্যুদস্ত হওয়ার ফলে পাক দলে ‘আত্মবিশ্বাসের সঙ্কট’ তৈরি হয়েছে। চলতি এশিয়া কাপ প্রতিযোগিতায় টানা দুবার ভারতের কাছে পরাজয় স্বীকার করল পাকিস্তান। ম্যাচের পর কোচ জানান, ওদের (পাক ক্রিকেটার) মধ্যে আত্মবিশ্বাসের সঙ্কট রয়েছে। ড্রেসিং রুমে ব্যর্থতার ভীতি রয়েছে। রবিবারের হারের পর এই কঠিন বাস্তব সামনে এসেছে যে, দল হিসেবে কোন জায়গায় রয়েছি আমরা। আর্থারের মতে, বজড ব্যবধানে পরাজয়ের নিরিখে রবিবারের ৯-উইকেটে হার অবশ্যই তালিকার ওপরদিকে থাকবে। ভারতের একাধিক ভাল ক্রিকেটার রয়েছে। আমরা ওদের এক-ইঞ্চি জায়গাও যদি দিই, তাহলে তার ফল ভুগতে হবে আমাদের। আর ম্যাচে সেটাই হল। আর্থারের দাবি, ব্যাটে ও বলে ভাল পারফরম্যান্স মেলে ধরতে পারেনি পাক দল। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে বড় স্কোর করতে না পারা এবং পরে ফিল্ডিংয়ে একাধিক ক্যাচ ফস্কানোর খেসারত দিতে হয়েছে দলকে। তিনি বলেন, শুরুতেই ভারতের কয়েকটা উইকেট তোলা প্রয়োজন ছিল। কিন্তু, পাওয়া সুযোগ হাতছাড়া করলে, ওরা তো তার ফায়দা তুলবেই।