এক্সপ্লোর
Advertisement
কেউ গ্রিপ বদল করতে বললে আমার কাছে পাঠাবে, পৃথ্বী শ-কে পরামর্শ সচিনের
নয়াদিল্লি: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক পৃথ্বী শ প্রথমবার টেস্ট দলে সুযোগ পেয়েছেন। ইংল্যান্ড সফরে চতুর্থ ও পঞ্চম টেস্টের জন্য ঘোষিত ভারতীয় দলে রাখা হয়েছে তাঁকে। এই তরুণ সিনিয়র দলে সুযোগ পাওয়ায় খুশি কিংবদন্তী সচিন তেন্ডুলকর। একইসঙ্গে পৃথ্বীকে তাঁর পরামর্শ, স্বাভাবিক টেকনিক ও গ্রিপ বদল করার দরকার নেই।
নিজের অ্যাপে পৃথ্বী সম্পর্কে সচিন বলেছেন, ‘আমি ওকে বলেছি, ভবিষ্যতে কোচেরা যে নির্দেশই দিন না কেন, গ্রিপ বা স্টান্স বদল করা উচিত নয়। যদি কেউ তোমাকে সেটা করতে বলে, তাকে আমার সঙ্গে কথা বলতে বলবে। কোচিং ভাল, তবে কোনও খেলোয়াড়কে জোর করে বদলে দেওয়ার চেষ্টা ভাল না। একজন খেলোয়াড়ের মধ্যে বিশেষ কিছু দেখলে কিছু বদল না করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন খেলোয়াড়ের মধ্যে সবকিছু থাকা ঈশ্বরের আশীর্বাদ।’
আট বছর বয়সে পৃথ্বীকে প্রথমবার খেলতে দেখেছিলেন সচিন। সেই কথা স্মরণ করে তিনি বলেছেন, ‘বছর দশেক আগে আমার এক বন্ধু পৃথ্বীর খেলা দেখতে বলে। ও পৃথ্বীর খেলা বিশ্লেষণ করে কিছু পরামর্শ দিতে বলে। আমি পৃথ্বীকে খেলার উন্নতির বিষয়ে কিছু পরামর্শ দিই। পরে আমি আমার বন্ধুকে বলি, এই ছেলেটা ভবিষ্যতে ভারতের হয়ে খেলবে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আজ ফোকাস-এ
জেলার
জেলার
Advertisement