ODI World Cup 2023: ভারত জিতলেই ১০০ কোটির উপহারের ঘোষণা! আপনি পাবেন?
ICC WC 2023: জয় এলেই ১০০ কোটি! কিন্তু কাদের জন্য?
নয়াদিল্লি: দুই দশক পরে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে (World Cup Final) মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। ২০০৩-এর পরে আবার। ২০ বছর আগে জোহানেসবার্গে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ এবার আমদাবাদে রোহিত-ব্রিগেডের সামনে। আর সেই আবহেই বড়সড় ঘোষণা করলেন অ্যাস্ট্রোটকের (Astrotalk) সিইও।
ফাইনাল ম্যাচ শুরুর বেশ কয়েকঘণ্টা আগে Astrotalk-এর সিইও পুনীত গুপ্তা (Puneet Gupta) ঘোষণা করেছেন ১০০ কোটি টাকা পুরস্কারের কথা। তিনি জানিয়েছেন, যদি ভারত এই বিশ্বকাপের ফাইনালে জেতে তাহলে তিনি তাঁর অ্যাপ অ্যাস্ট্রোটকের সব ব্যবহারকারীকে মোট ১০০ কোটি টাকা তাঁদের ওয়ালেটে দেবেন।
লিঙ্কডিনে তিনি একটি পোস্ট (Social Post) শেয়ার করেছেন। সেখানেই তিনি এই দাবি করেছেন। তাঁর পোস্টে ২০১১ সালে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জেতার স্মৃতি উঠে এসেছে। শেষবার ওই বছরেই মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ক্রিকেট বিশ্বকাপ তুলেছিল ভারত। সেই সময় তাঁর কথা বলেছেন পুনীত গুপ্তা। তিনি লিখছেন, 'শেষবার যখন ভারত ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল, সেটা ২০১১ সাল। তখন আমি কলেজে পড়ি। ওটা আমার জীবনের সবচেয়ে আনন্দের দিনগুলির মধ্যে একটা ছিল।'
সেই দিনটা এবং তার আগের রাত কীভাবে কেটেছিল, তারই স্মৃতিচারণা করেছেন অ্য়াস্ট্রোটকের সিইও। তিনি লিখছেন, 'আমরা ওই ম্যাচের আগে ভাল করে ঘুমাইনি। কীভাবে ম্যাচ খেলা হবে, সেই নিয়েই রাতভর আলোচনা চলেছিল আমাদের।' আর ২০১১ সালে বিশ্বকাপ জেতার পরে তুমুল উৎসবের স্মৃতিচারণও করেছেন পুনীত গুপ্তা। পোস্টে তিনি লিখছেন, 'ফাইনাল জেতার পর আমার গায়ে কাঁটা দিচ্ছিল। জড়িয়ে ধরেছিলাম বন্ধুদের। চন্ডীগড়ে বাইক রাইডে বেরিয়েছিলাম। প্রতিটা মোড়ে দাঁড়িয়ে অচেনা লোকজনের সঙ্গে ভাঙরা নেচেছিলাম। সত্যিকারের আনন্দের দিন ছিল সেটা।'
এবার সেই রকম আনন্দ তিনি তাঁর অ্যাপের ব্যবহারকারীদের সঙ্গে ভাগ করে নিতে চান বলে জানিয়েছেন। তিনি লিখেছেন, 'গতবার কয়েকজন বন্ধুর সঙ্গে আনন্দ করেছিলাম। এবার অ্যাস্ট্রোটক ব্যবহারকারীদের সঙ্গে সেই আনন্দ ভাগ করব, যারা বন্ধুর থেকেও বেশি। ফলে এই আনন্দ ভাগ করে নিতে গেলে কিছু করতেই হবে।' তিনি জানিয়েছেন যে তাঁর সংস্থার ফিনান্স টিমের সঙ্গে তিনি কথা বলেছেন, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদি এবার বার বিশ্বকাপ জেতে তাহলে অ্যাস্ট্রোটকের সব ব্যবহারকারীদের ওয়ালেটে মোট ১০০ কোটি (100 crores Rupees) টাকা ভাগ করে দেওয়া হবে। আর তার আগে ভারতের জন্য গলা ফাটানোর ডাক দিয়েছেন তিনি।
আরও পড়ুন: বাড়ি বসেই মেলে জন্ম শংসাপত্র! কীভাবে আবেদন করবেন?