ATKMB vs FCG: লিগ তালিকার শীর্ষস্থানই লক্ষ্য, গোয়ার বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন এটিকে মোহবাগানের ম্যাচ?
ATK Mohun Bagan: বিগত চার ম্যাচে অপরাজিত এটিকে মোহনবাগান। বর্তমানে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় পাঁচ নম্বরে রয়েছে সবুজ মেরুন।
গোয়া: আইএসএলে (ISL 2022-23) বিগত চার ম্যাচে অপরাজিত এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। চারটির মধ্যে তিন ম্যাচে জয় পেয়েছে জুয়ান ফেরান্দোর দলটি। আজ এফসি গোয়ার ঘরের মাঠ ফতোর্দায় নিজেদের ফর্ম ধরের রাখার লক্ষ্যেই মাঠে নামবে সবুজ-মেরুন বাহিনী।
কোথায় হবে খেলা?
গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে আয়োজিত হবে এই ম্যাচটি।
কখন শুরু এটিকে মোহনবাগান বনাম এফসি গোয়া ম্যাচটি?
ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭.৩০টায় ম্যাচটি শুরু হবে।
কোথায় দেখা যাবে এটিকে মোহনবাগান বনাম এফসি গোয়া এই ম্যাচটি?
স্টার স্পোটর্স নেটওয়ার্কে দেখা যাবে এই ম্যাচটি।
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
অনলাইনে হটস্টার অ্যাপে দর্শকরা এটিকে মোহনবাগান বনাম এফসি গোয়ার ম্যাচ দেখতে পারবেন।
সবুজ-মেরুন কোচের বক্তব্য
মাঝ মরসুমও পার হয়নি, তবে ইতিমধ্যেই লিগ তালিকার শীর্ষে শেষ করার লক্ষ্যে বদ্ধপরিকর সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্দো। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ফেরান্দো বলেন, 'আমাদের লক্ষ্যে লিগপর্ব শেষে তালিকার শীর্ষে থাকা। বছর দুই আগে আমি যখন এফসি গোয়ায় ছিলাম, তখনও আমার লক্ষ্য ছিল এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলা। কারণ এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেললে দলগতভাবে উন্নতি করা সম্ভব। দল ও ক্লাবগুলি উন্নতি করলে তবেই ভারতীয় ফুটবলও উন্নতি করবে। আমাদের মানসিকতাটাই এমন। লিগ তালিকায় শীর্ষে থাকার উদ্দেশেই আমরা প্রতিদিন খেটে নিজেদের উন্নতি করার জন্য সচেষ্ট। বর্তমানে পাঁচ-ছয়টি দলই খেতাবের জন্য লড়াই করছে। আমাদের প্রতিটি ম্যাচই ফাইনালের ধরে নিয়েই মাঠে নামতে হবে।'
আরও পড়ুন: প্রথম ম্যাচে আয়োজক কাতারের মুখোমুখি ইকুয়েডর, কখন, কোথায় দেখবেন খেলা?