এক্সপ্লোর
বৃষ্টিতে ভেস্তে গেল হোবার্ট টেস্টের দ্বিতীয় দিনের খেলা
![বৃষ্টিতে ভেস্তে গেল হোবার্ট টেস্টের দ্বিতীয় দিনের খেলা Aus V Sa 2nd Test Rain Washes Out Play On 2nd Day বৃষ্টিতে ভেস্তে গেল হোবার্ট টেস্টের দ্বিতীয় দিনের খেলা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/11/13143302/saaus1.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হোবার্ট: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার পক্ষে ঢাল হয়ে দাঁড়াল বৃষ্টি। এদিন একটি বলও খেলা হল না। আম্পায়াররা দফায় দফায় মাঠ পরিদর্শন করে এদিনের মতো খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। যদিও স্টিভ স্মিথরা যা পারফরম্যান্স দেখাচ্ছেন, তাতে বাকি তিন দিন বৃষ্টি না হলে দক্ষিণ আফ্রিকার জয়ের সম্ভাবনা যথেষ্ট।
প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টের প্রথম দিন মাত্র ৮৫ রানে অলআউট হয়ে গিয়েছে। দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৫ উইকেটে ১৭১। ফাফ দু প্লেসিরা এগিয়ে ৮৬ রানে।
নয়ের দশকের গোড়ায় আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পর এখনও পর্যন্ত দু বার টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দু বারই জয় এসেছে অস্ট্রেলিয়ার মাটিতে। শেষবার ২০১২-১৩ মরশুমে। সেবার সিরিজের প্রথম দুটি টেস্ট ড্র হওয়ার পর পার্থে তৃতীয় টেস্টে জয় পায় দক্ষিণ আফ্রিকা। এবারও দু প্লেসির দলের সিরিজ জয়ের সম্ভাবনা উজ্জ্বল।
কিছুদিন আগে পর্যন্ত টেস্টে এক নম্বর দল অস্ট্রেলিয়া সম্প্রতি শোচনীয় ফর্মে আছে। শ্রীলঙ্কার মাটিতে তিনটি টেস্টেই হারার পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টেও হেরেছেন স্মিথরা। ১৯৮৮ সালের পর এই প্রথম ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্টে হেরে গিয়েছে অস্ট্রেলিয়া। গতকালের ৮৫ রান ১৯৮৪ সালের পর এই প্রথম ঘরের মাঠে টেস্টে এত কম স্কোর। সবমিলিয়ে প্রবল চাপে স্মিথবাহিনী।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)