এক্সপ্লোর
প্রথম ইনিংসে ২১৭ রানে অল আউট অস্ট্রেলিয়া, দিনের শেষে বাংলাদেশ এগিয়ে ৮৮ রানে
![প্রথম ইনিংসে ২১৭ রানে অল আউট অস্ট্রেলিয়া, দিনের শেষে বাংলাদেশ এগিয়ে ৮৮ রানে Australia All Out In 217 Runs Bangladesh Lead By 88 Runs At The End Of Day Two প্রথম ইনিংসে ২১৭ রানে অল আউট অস্ট্রেলিয়া, দিনের শেষে বাংলাদেশ এগিয়ে ৮৮ রানে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/08/28122055/DIQbEtPXoAEz7mo.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ছবি সৌজন্যে ট্যুইটার
ঢাকা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্টের দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৪৫। প্রথম ইনিংসের ৪৩ রানের লিড মিলিয়ে বাংলাদেশ এগিয়ে ৮৮ রানে। হাতে রয়েছে ৯ উইকেট।
বাংলাদেশের স্পিন আক্রমণের সামনে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার টপ অর্ডারে বিপর্যয় হলেও লোয়ার অর্ডারে কিছুটা হলও প্রতিরোধ গড়ে তুললেন প্যাট কামিন্স ও অ্যশটন আগর। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৬০ রানের জবাবে ব্যাটিং করতে নেমে একটা সময় ১৪৪ রানে ৮ উইকেট পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার। সেখান থেকে নবম উইকেটে ৪৭ রান যোগ করেন কামিন্স ও আগর। দলের ১৯১ রানে আউট হন কামিন্স (২৫)। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ২১৭ রানে। আগর ৪১ রানে অপরাজিত থাকেন।
সাকিব অল হাসান ৬৮ রানে ৫ উইকেট নিয়েছেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সাবধানেই খেলছিলেন বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও তামিম ইকবাল। কিন্তু খেলা শেষ হওয়ার ১১ বল বাকি থাকতে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য (১৫)। ক্রিজে রয়েছেন তামিম ইকবাল (৩০) ও নাইটওয়াচম্যান হিসেবে নামা তৈজূল ইসলাম।
আজ ম্যাচের দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের সময় ৬ উইকেটে ১২৩ রান ছিল স্টিভ স্মিথের দল। লাঞ্চের পর খেলা শুরু হতেই আউট হয়ে যান ম্যাথু ওয়েড (৫)।
গতকাল এই টেস্টের প্রথম দিন বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ২৬০ রানে। তামিম ইকবাল ৭১ ও শাকিব ৮৪ রান করেন। প্যাট কামিন্স, আগর ও নাথান লিওন তিনটি করে উইকেট নেন।ব্যাট করতে নেমে শুরুতেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। গতকাল দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ৩ উইকেটে ১৮।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)