IND vs AUS: ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের অজি স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে ওয়েড
Australia Cricket Team: আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই সিরিজ। ওয়েডের নেতৃত্বাধীন অজি দলে রয়েছেন স্মিথ, ওয়ার্নার, ম্যাক্সওয়েল, ট্রাভিস হেট, অ্যাডাম জাম্পা ও মার্কাস স্টোইনিসের মত তারকারা।
সিডনি: ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের (T20 Series) জন্য ১৫ সদস্যের অজি স্কোয়াড ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। দলের অধিনায়ক নির্বাচিত করা হল ম্যাথু ওয়েড (Matthew Wade)। ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই সিরিজ। ওয়েডের নেতৃত্বাধীন অজি দলে রয়েছেন স্মিথ, ওয়ার্নার, ম্যাক্সওয়েল, ট্রাভিস হেট, অ্যাডাম জাম্পা ও মার্কাস স্টোইনিসের মত তারকারা। টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচগুলো হবে ২৬, ২৮ নভেম্বর ও ১ ও ৩ ডিসেম্বর।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এক বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপের পর প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিন দেশে ফিরে যাবেন। তাঁরা কেউই টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না দেশের হয়ে। কামিন্স ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য দেশে ফিরে আসবেন। তবে বিশ্বকাপের দলে না থাকলেও টি-টোয়েন্টি সিরিজের অজি স্কোয়াডে রয়েছেন নাথান এলিস ও জেসন বেহেরনডর্ফ। অস্ট্রেলিয়া ক্রিকেটে নির্বাচক মণ্ডলীর প্রধান জর্জ বেইলি বলেন, ''ম্যাথু আগেও দলকে নেতৃত্ব দিয়েছে। ও দলের লিডারশিপ গ্রুপের অন্য়তম সদস্য। এর আগে যেমন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মিচেল মার্শ নেতৃত্ব দিয়েছিল দলকে। এবার টি-টোয়েন্টি সিরিজে ভারতের বিরুদ্ধে ম্য়াথুকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওর কাছেও বড় সুযোগ থাকছে।''
View this post on Instagram
প্রাক্তন অজি অধিনায়ক বেইলি আরও বলছেন, ''এটা একটা অভিজ্ঞতা ও তারুণ্যে ভরপুর একটা স্কোয়াড। অনেকেই আছে যারা প্রথমবার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে। ভারতের বিরুদ্ধে ভারতের মাঠে খেলা রীতিমত চ্যালেঞ্জিং। তবে আমাদের স্কোয়াড বেশ অভিজ্ঞ প্লেয়ার রয়েছেন অনেকে। চলতি বিশ্বকাপের স্কোয়াডের ৮ জন আছেন। এছাড়াও তনভীর সাঙ্ঘা যে দলের সঙ্গে সফর করছে, সেও এই টি-টোয়েন্টি স্কোয়াডে রয়েছে।''
এই মুহূর্তে বিশ্বকাপে খেলছে অস্ট্রেলিয়া। প্য়াট কামিন্সের নেতৃত্বে প্রথম দুটো ম্যাচ হারলেও পরের ২টো ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে তাঁরা। টুর্নামেন্টে ধীরে ধীরে নিজেদের ছন্দে ফিরছে অজিরা। শনিবার নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ধর্মশালায় খেলতে নেমেছেন স্মিথরা।