এক্সপ্লোর
ওয়েস্ট ইন্ডিজ খুব বিপজ্জনক দল, আমাদের শুরু থেকেই ভাল খেলতে হবে, বলছেন ফিঞ্চ
ট্রেন্ট ব্রিজে গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে সর্বোচ্চ রান ৪৮১ করেছিল ইংল্যান্ড।

নটিংহ্যাম: আগামীকাল ট্রেন্ট ব্রিজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। দু’দলই জয় দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছে। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। তবে তা সত্ত্বেও দ্বিতীয় ম্যাচের আগে ক্যারিবিয়ানদের নিয়ে সতর্ক অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তাঁর মতে, ওয়েস্ট ইন্ডিজ অত্যন্ত বিপজ্জনক দল। তাই আগামীকাল ম্যাচের শুরুটা খুব ভাল করতে হবে অস্ট্রেলিয়াকে। আজ সাংবাদিক বৈঠকে ফিঞ্চ বলেন, ‘ওরা খুব বিপজ্জনক দল। আমার মনে হয়, যে দল শুরু থেকে ভাল খেলতে পারবে, তারাই জিতবে। তাই ব্যাটিং করি বা বোলিং, শুরুটা খুব ভাল করা জরুরি। প্রথম ১০ ওভার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, আমরা জানি ওই সময় ওয়েস্ট ইন্ডিজ কতটা ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে। তবে আমরা যদি শুরুটা ভাল করি, তাহলে কাজটা সহজ হতে পারে।’ ট্রেন্ট ব্রিজে গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে সর্বোচ্চ রান ৪৮১ করেছিল ইংল্যান্ড। সে কথা মাথায় রয়েছে ফিঞ্চদের। ওয়েস্ট ইন্ডিজ দলে আছেন ক্রিস গেইল, যিনি নিজের দিনে একাই বিপক্ষকে শেষ করে দিতে পারেন। সেই কারণেই সতর্ক অস্ট্রেলিয়া শিবির।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















