Commonwealth Games: খরচ বওয়া সম্ভব হচ্ছে না, কমনওয়েলথ গেমস আয়োজন থেকে সরে দাঁড়াল অস্ট্রেলিয়া
Commonwealth Games 2026: এই অবস্থায় তাদের পক্ষে আর এই গেমস করা সম্ভব নয়। সরকার ইতিমধ্যে গেমস কর্তৃপক্ষকে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। তারা কোনো মন্তব্য করেনি।
সিডনি: আগামী ২০২৬ সালের কমনওয়েলথ গেমস (Comonwealth Games 2026) হওয়ার কথা অস্ট্রেলিয়া (Australia)। ভিক্টোরিয়ায় (Victoria) টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু এবার তারা টুর্নামেন্ট আয়োজন থেকে সরে দাঁড়াল। অতিরিক্ত খরচ বওয়া আর সম্ভব হচ্ছে না, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। গত এপ্রিলে ভিক্টোরিয়া (Victoria) কমনওয়েলথ গেমস (Comonwealth Games 2026) আয়োজনে এগিয়ে এসেছিল। কিন্তু এবার তারা সরে দাঁড়ানোয় টুর্নামেন্ট আয়োজন অনিশ্চিত হয়ে গেল। ভিক্টোরিয়ার তরফে ড্যানিয়েল অ্যান্ড্রুস বলেছেন, গেমস আয়োজনের খরচ তিনগুণ বেড়ে গেছে। এই অবস্থায় তাদের পক্ষে আর এই গেমস করা সম্ভব নয়। সরকার ইতিমধ্যে গেমস কর্তৃপক্ষকে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। তারা কোনো মন্তব্য করেনি।
ড্যানিয়েল জানিয়েছেন, গতবার গেমস কর্তৃপক্ষ তাদের অনুরোধ করেছিলেন, তারা যাতে গেমসের আয়োজন করেন। তারা রাজি হয়েছিলেন। তারা গেমস করতে চেয়েছিলেন। কিন্তু তার জন্য তো যে কোনো মূল্য দেয়া সম্ভব নয়। ভিক্টোরিয়ার তিনটি শহরে কমনওয়েলথ গেমস আয়োজন করা হবে, এটাই প্রথমে ঠিক ছিল। সেই মত স্টেডিয়ামগুলোও নতুনভাবে সেজে উঠছিল। খরচ হিসেবে ধার্য্য করা হয়েছিল ২৬০ কোটি অস্ট্রেলিয়ান ডলার। কিন্তু সেই অঙ্কও ছাড়িয়ে গিয়েছে। প্রায় ৬০০ কোটির মত খরচা হবে দেখা যাচ্ছে। যা কোনওভাবেই বইতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।
ড্য়ানিয়েল অ্যান্ড্রুস আরও বলেন, ''আনুমানিক বাজেটের থেকে অনেক বেশি অর্থ খরচ করতে হবে। আর এই ইভেন্ট আয়াজনের জন্য হাসপাতাল এবং স্কুল থেকে অর্থ নেব না। তাই ২০২৬ কমনওয়েলথ গেমস আয়োজন থেকে সরে দাঁড়ানো ছাড়া আমাদের কাছে আর কোনও উপায় ছিল না।'' উল্লেখ্য, ২০২৬ কমনওয়েলথ গেমস শুরু হওয়ার কথা সে বছর মার্চের ১৭ থেকে। চলবে ২৯ মার্চ পর্যন্ত।
কমনওয়েলথ গেমস ফেডারেশন একটি বিবৃতি জারি করে বলেছে যে সিদ্ধান্তটি সংগঠন এবং ক্রীড়াবিদদের জন্য অত্যন্ত হতাশাজনক। তবে ২০২৬ সালের টুর্নামেন্ট আয়োজনের অন্যান্য বিকল্প পথগুলোও খুঁজে দেখা হচ্ছে। আমরা আজই জানতে পেরেছি যে ভিক্টোরিয়া সরকার কমনওয়েলথ আয়োজন থেকে সরে দাঁড়িয়েছে। আমরা হতাশ যে আমাদের মাত্র আট ঘণ্টার নোটিশ দেওয়া হয়েছিল এবং সরকার এই সিদ্ধান্তে পৌঁছানোর আগে যৌথভাবে সমাধান খুঁজে বের করার জন্য পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য কোনও বিবেচনা করা হয়নি।''