এক্সপ্লোর
Advertisement
কোহলির মোকাবিলা করতে হলে চাপে ফেলতে হবে, বললেন প্রাক্তন অসি অধিনায়ক কিম হিউজ
সিডনি: আজ শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টি ২০ সিরিজ। বিশেষজ্ঞদের অনেকেই সিরিজে ফেভারিট মানছেন ভারতকেই। আবার কেউ কেউ বলছেন, নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার পক্ষে সিরিজটা কঠিন। এরপরও সিরিজ জিততে চাইলে অস্ট্রেলিয়াকে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির ওপর প্রবল চাপ তৈরির রণকৌশল নিতে হবে।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসিস ভারতের বিরুদ্ধে সিরিজে তাঁদের কৌশল সম্পর্কে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, তাঁরা কোহলির সামনে নীরব থাকার রণকৌশল গ্রহণ করেছিলেন। তাঁদের ওই কৌশল সফল হয়েছিল বলে মন্তব্য করেছিলেন প্রোটিয়া অধিনায়ক। তিনি অস্ট্রেলিয়াকেও একই কৌশল গ্রহণের পরামর্শ দিয়েছেন।
কিন্তু ডুপ্লেসিসের এই দাওয়াইয়ের সঙ্গে একেবারেই একমত নন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক কিম হিউজ। তিনি বলেছেন, কোহলিকে সামলাতে উল্টে নিজেদেরই চাপে ফেলাটা ঠিক হবে না। বরং ভারতের রান মেশিনের ওপরই পাল্টা চাপ তৈরি করতে হবে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে বল বিকৃতিকাণ্ডের পর অস্ট্রেলিয়া তাদের পরিচিত আগ্রাসী মেজাজ ছেড়ে মাঠে কিছুটা নরম মনোভাব গ্রহণ করেছে।
অস্ট্রেলিয়া দল জয়ের জন্য সর্বদাই আক্রমণাত্মক মেজাজ নিয়ে থাকে। সেই মেজাজে কেপটাউনের ঘটনার পর কিছুটা ভাঁটা পড়েছে।
এর পরিপ্রেক্ষিতে হিউজ ভারতের বিরুদ্ধে সিরিজে কোহলির সঙ্গে কিছু শব্দ বিনিময়, আগ্রাসন প্রদর্শন করা হলে আপত্তির কিছু দেখছেন না।
হিউজ বলেছেন, কেউ চাপের মুখে থাকতে চায় না। তাই কোহলিকে পাল্টা চাপের মুখে ফেলার কৌশল নিতে হবে অস্ট্রেলিয়াকে।
হিউজ বলেছেন, কোহলি বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। এমনিতেই বহু লোকের ভালো পারফরম্যান্সের চাহিদা একটা চাপ তৈরি করে। তাই কোহলিকে চাপে ফেলা গেলে ওকে দুর্বল করা সম্ভব বলেও মন্তব্য করেছেন হিউজ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
শিক্ষা
জেলার
খবর
Advertisement