এক্সপ্লোর
Advertisement
স্ট্যাম্পে বল লাগলেও পড়ছে না এলইডি বেল! অসন্তুষ্ট কোহলি, ফিঞ্চরা
স্ট্যাম্পে বল লাগলেই জ্বলে ওঠে বেল। এতে টেলিভিশন আম্পায়ারদের কাজটা সহজ হয়েছে। কিন্তু অনেক সময়ই এই ব্যবস্থা কার্যত বোলারদের আতঙ্কের কারণ হয়ে উঠেছে। এই জ্বলে ওঠা এলইডি বেল নিয়ে খুশি নন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও অজি অধিনায়ক অ্যারণ ফিঞ্চ।
লন্ডন: স্ট্যাম্পে বল লাগলেই জ্বলে ওঠে বেল। এতে টেলিভিশন আম্পায়ারদের কাজটা সহজ হয়েছে। কিন্তু অনেক সময়ই এই ব্যবস্থা কার্যত বোলারদের আতঙ্কের কারণ হয়ে উঠেছে। এই জ্বলে ওঠা এলইডি বেল নিয়ে খুশি নন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও অজি অধিনায়ক অ্যারণ ফিঞ্চ।
চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ১০ বার এমন ঘটনা ঘটেছে যে, বল স্ট্যাম্পে লাগলেও বেল পড়েনি। এর কারণ, বেলের ওজন। আঘাত লাগলে যাতে জ্বলে ওঠে সেজন্য বেলের ভেতর বেশি পরিমাণে তার থাকে।
অস্ট্রেলিয়াকে প্রায় পাঁচবার এর খেসারত দিতে হয়েছে। এরফলে স্বাভাবিক কারণেই ক্ষুব্ধ ফিঞ্চ। তিনি এই ঘটনাকে অন্য্যয্য বলে অভিহিত করেছেন।
এ ব্যাপারে প্রশ্ন করা হলে কোহলি কিছুটা রেখেঢেকে জবাব দিয়েছেন। তিনি বলেছেন,অবশ্যই, আন্তর্জাতিক পর্যায়ে এমনটা কখনই কাম্য নয়।
কোহলি বলেছেন, প্রযুক্তিটা খুবই ভালো। আলো জ্বলে উঠলে তা দেখে নিখুঁতভাবে কাজটা করা যায়। কিন্তু বল লাগার পরও বেল না পড়াটা যে একটা সমস্যা, তা মেনে নিয়েছেন কোহলি।
কোহলিকে সবচেয়ে বেশি যা অবাক করেছে, তা হল যে, জোরে বোলাররাও কোনও কোনও ক্ষেত্রে বেল ফেলতে পারছে না। জসপ্রিত বুমরা ডেভিড ওয়ার্নারকে বোল্ড করার পর এমনটাই ঘটেছে।
ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, এমএস (ধোনি) স্ট্যাম্পের গর্ত পরীক্ষা করে দেখেছেন, স্ট্যাম্প খুব শক্ত ছিল না। তাই বুঝতে পারছি না, কোথায় ত্রুটিটা রয়েছে।
এর ফলে ভালো বলেও বোলারদের উইকেট থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে, এটাই কোহলিকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে। তিনি বলেছেন, কোনও দলই চাইবে না, এমনটা ঘটুক। বল স্ট্যাম্পে লাগল, লআলো জ্বলল না বা আলো জ্বলল, কিন্তু বেল পড়ল না। অতীতে আমি এরকমটা আমি খুব বেশি দেখিনি।
অজি অধিনায়ক ফিঞ্চ বলেছেন, এটা একেবারেই অন্যায্য। কেউ বিশ্বকাপের সেফিাইনাল বা ফাইনালে এমনটা অবশ্যই দেখতে চাইবেন না।
এর সমাধান হিসেবে ভারতীয় বোলার ভুবনেশ্বর কুমার মনে করেন, বেলের ওজন হাল্কা হওয়া উচিত, যাতে স্ট্যাম্পে বল লাগলে বেল পড়ে যায়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement