Tamim Iqbal Ruled Out: আঙুলের চোটে নিউজিল্য়ান্ড সফর থেকেও ছিটকে গেলেন তামিম ইকবাল
Tamim Iqbal Ruled Out: আঙুলের চোটের কারণে এক মাস পুরোপুরি বিশ্রাম নিতে হবে তামিমকে। আর এতেই নিউজিল্যান্ডে যেতে পারছেন না তিনি। জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
ঢাকা: আঙুলের চোট দীর্ঘদিন ধরেই ভোগাচ্ছিল তাঁকে। ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে খেলতে পারেননি। এবার নিউজিল্যান্ড সফর থেকেও ছিটকে গেলেন বাংলাদেশের এই বাঁহাতি তারকা ওপেনার। আঙুলের চোটের কারণে এক মাস পুরোপুরি বিশ্রাম নিতে হবে তামিমকে। আর এতেই নিউজিল্যান্ডের মাটিতে উড়ে যেতে পারছেন না তিনি। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
হাঁটুর চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা তামিম সুস্থ হয়ে গত অক্টোবরে গিয়েছিলেন নেপালের এভারেস্ট টি-টোয়েন্টি লিগ খেলতে। সেখানে নতুন চোটে পড়েন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ৬ অক্টোবর ব্যাটিংয়ের সময় বাঁ-হাতের বুড়ো আঙুলে আঘাত পান তিনি। দেশে ফিরে এক্স-রে করলে চিড় ধরা পড়ে। মাস খানেক ধরে চোট সারিয়ে সম্প্রতি ব্যাটিংয়ে ফিরেছিলেন তামিম। ওই সময় শোনা গিয়েছিল অস্ত্রোপচার করতে হতে পারে তামিমের আঙুলে। সবশেষ জাতীয় দলের জার্সিতে গত জুলাইয়ে খেলেছেন তামিম। ব্যথা নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিলেন। পরে সেরে উঠলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেন তিনি।
সোমবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচও জিতল পাকিস্তান। নিজেদের ঘরের মাঠে হোয়াইওয়াশ হয়ে গেল মাহমুদুল্লাহদের দল। ঢাকার শের ই বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান যথাক্রমে ৪ ও ৮ উইকেটে জিতেছিল। এদিন পাকিস্তান বাংলাদেশকে হারাল ৫ উইকেটে।
আগামী ২৬ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি পাকিস্তান-বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ফের ঢাকার শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে। খেলা শুরু ৪ ডিসেম্বর থেকে। সেই সিরিজে কেমন পারফর্ম করে বাংলাদেশ, তা দেখার।
আরও পড়ুন: রাহুলের কোচিংয়েই নতুন দায়িত্ব কাঁধে, কানপুর টেস্টের আগে কী বললেন পূজারা?