এক্সপ্লোর
Advertisement
বিসিসিআই-এর স্বীকৃতি পেল ক্রিকেটারদের সংগঠন
বর্তমানে ভারতীয় ক্রিকেটারদের সংগঠনের তিন ডিরেক্টর কপিল দেব, অজিত আগরকর ও মহিলা দলের প্রাক্তন অধিনায়ক শান্তা রঙ্গস্বামী।
নয়াদিল্লি: মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেটারদের সংগঠনকে স্বীকৃতি দিল বিসিসিআই। একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত এই একটি সংগঠন ছাড়া আর কোনও সংগঠনকে প্রাক্তন ক্রিকেটারদের সংস্থা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না।
বিসিসিআই-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ক্রিকেটারদের সংগঠনের সদস্য হতে গেলে সিনিয়র স্তরে অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচ খেলে থাকতে হবে। প্রাক্তন পুরুষ ক্রিকেটারদের সিনিয়র স্তরে অন্তত ১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে। প্রাক্তন মহিলা ক্রিকেটারদের সিনিয়র স্তরে অন্তত পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে। আইসিসি বা বিসিসিআই-স্বীকৃত কোনও আন্তর্জাতিক বা প্রথম শ্রেণির ম্যাচ খেলা ভিন্নভাবে সক্ষম প্রাক্তন ক্রিকেটাররাও এই সংগঠনের সদস্য হতে পারবেন।
বর্তমানে ভারতীয় ক্রিকেটারদের সংগঠনের তিন ডিরেক্টর কপিল দেব, অজিত আগরকর ও মহিলা দলের প্রাক্তন অধিনায়ক শান্তা রঙ্গস্বামী। বিসিসিআই-এর সংবিধান অনুযায়ী, ক্রিকেটারদের সংগঠনের একজন পুরুষ ও একজন মহিলা সদস্য ৯-সদস্যের অ্যাপেক্স কাউন্সিলে থাকবেন। ক্রিকেটারদের সংগঠনের অন্য এক সদস্য ৭-সদস্যের আইপিএল গভর্নিং কাউন্সিলে থাকবেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement