এক্সপ্লোর
দবাঙ্গ দিল্লিকে হারিয়ে প্রথমবার প্রো কবাডি লিগ চ্যাম্পিয়ন বেঙ্গল ওয়ারিয়র্স
বেঙ্গল ওয়ারিয়র্স ও দবাঙ্গ দিল্লি দু’দলই এর আগে কোনওদিন ফাইনালে পৌঁছতে পারেনি।

ছবি সৌজন্যে ট্যুইটার
আমদাবাদ: দবাঙ্গ দিল্লিকে হারিয়ে প্রথমবার প্রো কবাডি লিগ চ্যাম্পিয়ন হল বেঙ্গল ওয়ারিয়র্স। আজ ফাইনালে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় বাংলার দলটি। খেলার ফল ৩৯-৩৪। দিল্লির হয়ে নবীন কুমার দারুণ লড়াই করলেও, তাঁর দলকে জেতাতে পারলেন না।
A for #AamarWarriors
B for Become
C for Champions!
Congratulations to @BengalWarriors on capping off a terrific season by winning the #VIVOProKabaddiFinal! #DELvKOL #IsseToughKuchNahi #WorldsToughestWeek pic.twitter.com/9uwpjBIc6l
— ProKabaddi (@ProKabaddi) October 19, 2019
প্রো কবাডি লিগের সপ্তম মরসুম শুরু হওয়ার আগে এবারের প্রতিযোগিতাকে কঠিনতম বলে দাবি করেছিলেন আয়োজকরা। শেষপর্যন্ত সেটাই হল। গোটা প্রতিযোগিতাতেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। বেঙ্গল ওয়ারিয়র্স ও দবাঙ্গ দিল্লি দু’দলই এর আগে কোনওদিন ফাইনালে পৌঁছতে পারেনি। প্রথমবার এই দুই দল চূড়ান্ত পর্যায়ের ম্যাচে খেলতে নেমে দারুণ লড়াই করল। শেষপর্যন্ত খেতাব এল বাংলায়। WE ARE THE SEASON 7 CHAMPIONS MY FRIENDS! 🎵🎶
WE HAVE CLINCHED OUR MAIDEN PRO KABADDI LEAGUE TITLE! 🏆#AamarWarriors #DELvKOL #VIVOProKabaddiFinal pic.twitter.com/KjcIkJXlQN
— Bengal Warriors (@BengalWarriors) October 19, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















