IND vs SA: টেক্কা অশ্বিনকে, টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড ভুবনেশ্বরের
IND vs SA: প্রথম ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছিল প্রোটিয়া বাহিনী। দ্বিতীয় ম্যাচেও জয় এল। এবার ৪ উইকেটে জয়। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টেম্বা বাভুমার দল।
কটক: টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ডের মালিক হলেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। গতকাল কটকের বারাবাটি স্টেডিয়ামে ছিল ভারত বনাম দক্ষিণ (India vs South Africa) আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি। ম্যাচে ৪ উইকেট জয় ছিনিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন ভুবনেশ্বর। একাই তুলে নিয়েছিলেন ৪টে উইকেট। তার সুবাদেই টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ভারতের জার্সিতে তৃতীয় সর্বাধিক উইকেট শিকারি হয়ে গেলেন ভুবি।
গতকাল ম্যাচে নিজের ৪ ওভারের স্পেলে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন ভুবনেশ্বর। ২০১২ সালে অভিষেক ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন। গতকাল ম্যাচে প্রোটিয়া ওপেনার রেজা হেনড্রিকসকে প্রথমে ফিরিয়ে দেন ভুবি। এরপর যথাক্রমে তাঁর শিকার হন ডোয়েন প্রিটোরিয়াস, রাসি ভ্যান ডার ডুসেন ও ওয়েন পার্নেলকে ফিরিয়ে দেন অভিজ্ঞ এই ডানহাতি পেসার।
টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি এই মুহূর্তে যুজবেন্দ্র চাহাল। তিনি ৬৯ উইকেট তুলে নিয়েছেন। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছেন জসপ্রীত বুমরাকে। তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন ৬৮ উইকেট নিয়ে। এবার তৃতীয় স্থানে উঠে এলেন ভুবি। তাঁর ঝুলিতে ৬১ ম্যাচে ৬৩ উইকেট।
বল হাতে ভারতের একমাত্র ভুবনেশ্বর কুমার ছাড়া আর কেউই নজর কাড়তে পারেননি। ৪ ওভারে ১৩ রানে ৪ উইকেট নেন ভুবি। কিন্তু হেনরিক ক্লাসেন ৪৬ বলে ৮১ রান করে ভারতের লড়াইয়ের স্বপ্নের সলিল সমাধি ঘটান। প্রত্যাশিতভাবেই এই ম্য়াচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনিই।
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে অশনি সংকেত ভারতীয় শিবিরে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা দুটি টি-টোয়েন্টি ম্যাচে হেরে গেল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজে ০-২ পিছিয়ে গেলেন ঋষভ পন্থরা।
আরও পড়ুন: কটকে খেলা দেখতে গিয়ে নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করলেন সৌরভ