এক্সপ্লোর
১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে চতুর্থ হয়ে পদক হারালেন বিন্দ্রা

রিও ডি জেনেইরো: প্রত্যাশামতোই ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে পৌঁছে গেলেন বেজিং অলিম্পিকে সোনা জয়ী অভিনব বিন্দ্রা। তিনি কোয়ালিফাইং রাউন্ডে সপ্তম হয়েছেন। তবে হতাশ করলেন এই ইভেন্টে ভারতের অপর এক আশা গগন নারাং। তিনি ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন। লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়া গগন এদিন ২৩ নম্বরে শেষ করেন। অভিজ্ঞ অভিনব এবার পঞ্চম অলিম্পিকে যোগ দিয়েছেন। এটাই তাঁর শেষ অলিম্পিক। বিশ্বের বৃহত্তম ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চ থেকে বিদায় নেওয়ার আগে দেশকে আরও একবার পদক জেতাতে চাইছেন এই শুটার। তিনি কোয়ালিফাইং রাউন্ডে ৬২৫.৭ পয়েন্ট অর্জন করে ফাইনালে উঠেছেন। আজ রাতেই ফাইনালের লড়াই। সেখানে দারুণ পারফরম্যান্স দেখিয়ে পদক পাওয়াই অভিনবর লক্ষ্য।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















