এক্সপ্লোর
বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের শেষে পাকিস্তান ১৪২/৪

মেলবোর্ন: মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন নজর কাড়লেন অস্ট্রেলিয়ার সিমার জ্যাকসন বার্ড। বৃষ্টিবিঘ্নিত দিনে গুরুত্বপূর্ণ মুহূর্তে জোড়া উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিলেন এই বোলার। দিনের শেষে পাকিস্তানের রান ৪ উইকেটে ১৪২। ক্রিজে আছেন ওপেনার আজহার আলি (৬৬) ও গাব্বায় সিরিজের প্রথম টেস্টে অসাধারণ শতরান করা আসাদ শফিক (৪)। আজ টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সিমবা উল হক। তবে শুরুতেই ফিরে যান ওপেনার সামি আসলাম (৯)। বাবর আসলাম (২৩), ইউনিস খান (২১) ও মিসবা (১১) বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। বৃষ্টি নামার কিছুক্ষণ আগেই ইউনিস ও মিসবাকে ফিরিয়ে দেন বার্ড। বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের আগেই চা পানের বিরতি নেন আম্পায়াররা। তবে আবহাওয়ার উন্নতি না হওয়ায় এদিন আর খেলা শুরু করা সম্ভব হয়নি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















