এক্সপ্লোর
Advertisement
'ভাই, এই সিরিজে কি কিছু...?' জুয়াড়ির সঙ্গে শাকিবের কথোপকথন প্রকাশ্যে আনল আইসিসি
২৩ জানুয়ারি আবার মেসেজ আসে, 'ভাই, এই সিরিজে কি কিছু...?'শাকিব জানিয়েছেন, ওই মেসেজে দীপক অগ্রবাল ত্রিদেশীয় সিরিজের ভেতরকার তথ্যই জানতে চাইছিল।
দুবাই: বুকি দীপক অগ্রবালের সঙ্গে বাংলাদেশের অল রাউন্ডার শাকিব আল হাসানের হোয়াটসঅ্যাপ কথোপকথন সর্বসমক্ষে আনল আইসিসি। প্রথম থেকে কী কী কথা হয়েছে দু তরফে, তা প্রকাশ করা হয়েছে এক বিবৃতিতে।
ভারতের বিরুদ্ধে বাংলাদেশের আসন্ন সিরিজের আগেই টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক শাকিব আল হাসানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা। অভিযোগ, বছর দুই আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলাকালীন চলাকালীন জুয়াড়ি দীপক আগরওয়ালের সঙ্গে যোগাযোগ হয় তাঁর। কিন্তু সে-বিষয়ে তিনি বোর্ডকে কিছুই জানাননি। এই অভিযোগেই বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডারের উপর নেমে এল শাস্তির খাঁড়া।
অভিযোগ, দীপক অগ্রবাল নামে এক জুয়াড়ি ২০১৭ সালে শাকিবের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ স্থাপন করেন। সে সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছিল। শাকিব আল হাসান খেলছিলেন ঢাকা ডায়নামাইটস টিমে। অগ্রবাল শাকিবের নম্বর পেয়েছিলেন ঘনিষ্ঠ কারওর থেকেই, বলে সূত্রের খবর। ওই জুয়াড়ি শাকিবের থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যন্য খেলোয়াড়দের নম্বরও চান।
আইসিসি জানিয়েছে, ২০১৮ সালের ১৯ জানুয়ারিস দীপক শাকিবকে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ করে তাঁকে বাংলাদেশ-জিম্বাবোয়ে-শ্রীলঙ্কা সিরিজে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার জন্য অভিনন্দন জানান। সেই সঙ্গে শাকিবকে লেখেন, তবে কি আমরা এবার একসঙ্গে কাজ করতে পারি নাকি আইপিএল অবধি অপেক্ষা করব?
সূত্রের খবর, এখানে অগ্রবাল ভেতরকার খবর জানানোর দিকেই ইঙ্গিত দিয়েছেন।
২৩ জানুয়ারি আবার মেসেজ আসে, 'ভাই, এই সিরিজে কি কিছু...?'
শাকিব জানিয়েছেন, ওই মেসেজে দীপক অগ্রবাল ত্রিদেশীয় সিরিজের ভেতরকার তথ্যই জানতে চাইছিল। শাকিব এই প্রস্তাবের কথা দুর্নীতি দমন শাখা বা কাউকে জানাননি।
আইসিসি বিবৃতিতে জানিয়েছে, দীপক অগ্রবাল এরপরও কথাবার্তা চালিয়ে যান। বিটকয়েন, ডলার অ্যাকাউন্টের কথাও ওঠে। শাকিবকে তাঁর অ্যাকাউন্টের ব্যাপারে বিশদে জানাতে বলেন দীপক। এই কথাবার্তার সময়ই শাকিব দীপককে বলেন, আগে তিনি দেখা করতে চান।
এবারও তিনি দীপকের এই প্রস্তাবের ব্যাপারে জানাননি এসিইউ বা বাংলাদেশ বোর্ডকে। শাকিব তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ স্বীকার করে নেওয়ার পর তাঁকে সব রকমের ক্রিকেট থেকে নির্বাসন দিয়েছে আইসিসি। আবার আগামী বছরের ২৯ অক্টোবর থেকে ম্যাচ খেলতে পারবেন শাকিব। যদিও তা নির্ভর করছে শাকিব ক্রিকেট নিয়ামক সংস্থার দেওয়া শর্তগুলি কীভাবে মেনে চলেন তার উপর।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement