Lara On Virat: অসম্ভবকে সম্ভব করেই কি সচিনের এই রেকর্ড ভাঙবেন বিরাট? কী বলছেন লারা?
Virat Kohli Century Record: বিশ্বকাপের মঞ্চেই ওয়ান ডে-তে সর্বাধিক ৫০ শতরানের মালিক হয়েছিলেন বিরাট কোহলি। তাঁর আইডল সচিন তেন্ডুলকরের ৪৯টি সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিয়েছিলেন কিং কোহলি।
নয়াদিল্লি: বিশ্বকাপের মঞ্চ। সেমিফাইনালের কঠিন লড়াই। ওয়াংখেড়ের কানায় কানায় পূর্ণ গ্যালারি। কিছুদিন আগেই এমন পরিবেশেই ওয়ান ডে ফর্ম্যাটে (ODI Format) সর্বাধিক ৫০ শতরানের মালিক হয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর আইডল সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ৪৯টি সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিয়েছিলেন কিং কোহলি। তাও আবার মাস্টার ব্লাস্টারের সামনেই। একে একে সচিনের অনেক রেকর্ডই ভেঙে নিজের দখলে করে নিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। এবার প্রশ্ন উঠছে তবে কি আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের রেকর্ড ১০০ সেঞ্চুরির মাইলস্টোন স্পর্শ করতে বা তা টপকাতে পারবেন কোহলি? এবার এই ইস্যুতে মুখ খুললেন কিংবদন্তি ক্যারিবিয়ান ক্রিকেটার ব্রায়ান চার্লস লারা।
উল্লেখ্য, বিরাটের ঝুলিতে রয়েছে মোট ৮০টি আন্তর্জাতিক সেঞ্চুরি। সচিনের থেকে ২০টি কম। ওয়ান ডে ফর্ম্য়াটে শতরানের বিচারে সচিনকে টেক্কা দিলেও টেস্টে মাস্টার ব্লাস্টারের ঝুলিতে রয়েছে ৫১টি শতরান। বিরাটের ঝুলিতে ২৯টি। এখানেই মাস্টারের থেকে অনেকটাই পিছিয়ে কিং। তবে ত্রিনিদাদের রাজপুত্র বলছেন, ''কোহলির বয়স কত এখন, ৩৫। যদি আমি ধরেও নিই যে প্রতি বছরে পাঁচটি করে শতরান করবে ও, তাহলেও আরও চার বছর সময় লাগবে। সেই হিসেবে তখন বিরাটের বয়স হবে ৩৯। কঠিন কাজ। সত্যিই ভীষণ কঠিন।''
প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক আরও বলেন, ''আমি যদি বলি যে সচিনের ১০০ শতরান বিরাট ভেঙে দেবে এখান থেকে। তাহলে তা হয়ত বোকা বোকা কথা বলা হবে। অত সহজ না বিষয়টা। ২০টি শতরান করা মুখের কথা নয়। কোনও কোনও ব্যাটার তাঁদের গোটা কেরিয়ারে ২০টি শতরান হাঁকাতে পারেন না।''
উল্লেখ্য, ২০২১ সালের শেষদিকে ভারতের অধিনায়ক পদ থেকে বিরাট কোহলিকে 'সরিয়ে দেওয়া' নিয়ে সরগরম হয়ে উঠেছিল ক্রিকেটমহল। ২০২১ সালের টি ২০ বিশ্বকাপে ভারতের বিদায়ের পরে টি ২০ অধিনায়কের পদ ছেড়ে দিয়েছিলেন কোহলি। যার কিছুদিনের মধ্যে বিরাট কোহলির বদলে রোহিত শর্মাকে ভারতের একদিনের আন্তর্জাতিকে অধিনায়ক ঘোষণা করা হয়। যা নিয়ে রব ওঠে বোর্ডের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ক্যাপ্টেন কোহলিকে।
সেই বিতর্ক নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, 'বিরাট কোহলিকে অধিনায়ক্তব থেকে সরিয়ে দেওয়া হয়নি। টি ২০ ক্রিকেটে অধিনায়কত্ব করায় কোনও উৎসাহ ছিল না বিরাটের। যে সিদ্ধান্ত ও নিয়ে ফেলার পর ওঁকে বলেছিলাম, টি ২০-তে অধিনায়কত্ব না করলে ওডিআই ক্যাপ্টেন্সিও ছেড়ে দেওয়া উচিত। লাল বল ও সাদা বলে আলাদা অধিনায়ক দায়িত্ব নিক তাহলে।'