East Bengal: কলকাতা লিগে নিয়মরক্ষার ম্যাচে ডায়মন্ড হারবারকে ৪-১ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল
Football News: কলকাতা লিগে (CFL) চ্যাম্পিয়ন আগেই হয়ে গিয়েছে মহমেডান স্পোর্টিং। সোমবারের সুপার সিক্সের ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফসি-র (East Bengal vs DHFC) ম্যাচ ছিল নেহাতই নিয়মরক্ষার।
কলকাতা: কলকাতা লিগে (CFL) চ্যাম্পিয়ন আগেই হয়ে গিয়েছে মহমেডান স্পোর্টিং। সোমবারের সুপার সিক্সের ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফসি-র (East Bengal vs DHFC) ম্যাচ ছিল নেহাতই নিয়মরক্ষার। দ্বিতীয় স্থান দখল করাই লক্ষ্য ছিল লাল-হলুদ শিবিরের। সেই ম্য়াচে ইস্টবেঙ্গল ৪-১ গোলে উড়িয়ে দিল ডায়মন্ড হারবারকে।
কলকাতা লিগে অনেক আগেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে মহমেডান স্পোর্টিং। ফলে বাকি দলগুলির ম্যাচ এখন নেহাতই নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। সে রকমই একটি ম্যাচে সোমবার নিজেদের মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। সেই ম্যাচে ডায়মন্ড হারবারকে ৪-১ গোলে হারাল ইস্টবেঙ্গল।
এদিন সুপার সিক্সে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। ডায়মন্ড হারবারের বিরুদ্ধে শুরু থেকে অবশ্য গোলের মুখ খুলতে পারেনি। ৩৫ মিনিটে প্রথম গোল করে তারা। জেসিন টিকের একক দক্ষতায় গোল দেখে মুগ্ধ হয় গ্যালারিতে থাকা লাল-হলুদ সমর্থকেরা। কিন্তু সেই গোল বেশি ক্ষণ ধরে রাখতে পারেনি ইস্টবেঙ্গল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সমতা ফেরান রাহুল পাসোয়ান।
FT| A splendid victory on our home turf! ✌️#CFL #JoyEastBengal #EmamiEastBengal pic.twitter.com/yimsSBHUMt
— East Bengal FC (@eastbengal_fc) October 30, 2023
দ্বিতীয়ার্ধে অবশ্য অন্য চেহারায় ইস্টবেঙ্গলকে পাওয়া যায়। ৪৫ মিনিট জুড়েই মাঠে ছিল লাল-হলুদের দাপট। প্রথমে ৫৪ মিনিটে মহীতোষ রায়ের একটি শট অল্পের জন্যে লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু এক মিনিট পরেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বক্সের মধ্যে ডায়মন্ড হারবারের ডিফেন্ডারেরা ফেলে দিয়েছিলেন রোশলকে। পেনাল্টি থেকে গোল করেন মহীতোষ।
78’ #Tuhin scores within 3️⃣ minutes of coming in. 𝐒𝐔𝐏𝐄𝐑 𝐒𝐔𝐁! 💪#CFL #JoyEastBengal #EmamiEastBengal pic.twitter.com/lnAAgt98cz
— East Bengal FC (@eastbengal_fc) October 30, 2023
৭৮ মিনিটে আসে তৃতীয় গোল। এ বার তুহিন দাস গোল করেন। বিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে তাঁর গোলও সমর্থকদের মন জয় করে। ৮৯ মিনিটে শেষ গোল করেন অভিষেক কুঞ্জম। মাঝে এক বার ডায়মন্ড হারবারের রাহুল গোল করতে পারতেন। কিন্তু ক্রসবারে লাগে তাঁর শট।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন