এক্সপ্লোর
Advertisement
কাল থেকে শুরু টি-২০ সিরিজ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বদলা নেওয়ার কথা ভাবছি না, জানালেন বিরাট
এবারের নিউজিল্যান্ড সফরে ভারতীয় দল পাঁচটি টি-২০ ম্যাচ, তিনটি একদিনের ম্যাচ ও দু’টি টেস্ট ম্যাচ খেলবে।
নয়াদিল্লি: গত বছর বিশ্বকাপ সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ছিটকে যেতে হয় ভারতীয় দলকে। এবার সেই কিউয়িদের দেশেই তাদের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। কাল থেকে শুরু সিরিজ। তার আগের দিন অবশ্য ভারতের অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে বদলা নেওয়ার কথা ভাবছেন না। কারণ, নিউজিল্যান্ডের সবাই ভাল। তবে মাঠে নেমে তাঁরা লড়াই করবেন।
আজ সাংবাদিক বৈঠকে বিরাট বলেন, ‘নিউজিল্যান্ডের বিরুদ্ধে বদলা নেওয়ার কথা ভাবলেও, এরা এত ভাল যে সেই মনোভাব বজায় রাখতে পারব না। নিউজিল্যান্ডের সবার সঙ্গেই আমাদের সম্পর্ক ভাল। তবে মাঠে নেমে লড়াই করাই আসল। ওরা এমন একটি দল, আন্তর্জাতিক ক্রিকেটে কীভাবে নিজেদের আচরণ ঠিক রাখতে হয়, অন্য দলগুলির কাছে সে বিষয়ে উদাহরণস্বরূপ হয়ে উঠেছে। ওরা বিশ্বকাপের ফাইনালে ওঠায় আমরা খুশি হয়েছিলাম। নিজেরা হেরে গেলে বৃহত্তর চিত্রের দিকে তাকাতে হয়। তাই ওদের বিরুদ্ধে বদলা নেওয়ার কথা ভাবছি না।’
Can't help but Love the Kiwis 🇮🇳🇳🇿 #TeamIndia #NZvIND pic.twitter.com/9Qc3k35v5L
— BCCI (@BCCI) January 23, 2020
এবারের নিউজিল্যান্ড সফরে ভারতীয় দল পাঁচটি টি-২০ ম্যাচ, তিনটি একদিনের ম্যাচ ও দু’টি টেস্ট ম্যাচ খেলবে। চোটের জন্য এই সিরিজে খেলতে পারবেন না ভারতীয় দলের অভিজ্ঞ বাঁ হাতি ওপেনার শিখর ধবন। তাঁর পরিবর্ত হিসেবে দলে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন। সফরসূচি নিয়ে অসন্তোষ থাকলেও, টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সিরিজকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিরাট। বিশ্বকাপের জন্য দলকে তৈরি করে নেওয়াই তাঁর লক্ষ্য।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement