Carlo Ancelotti: নেমারদের নতুন কোচ আনসেলোত্তি, তবে ব্রাজিলের দায়িত্ব নেবেন আগামী বছর
Brazil New Coach: ৬৪ বছরের আনসেলোত্তি এই প্রথম কোনও জাতীয় দলের দায়িত্ব সামলাবেন। তিতের স্থলাভিষিক্ত হলেন তিনি।
রিও দে জেনেইরো: ব্রাজিল (Brazil National Football Team) জাতীয় ফুটবল দলের দায়িত্ব পেলেন কার্লো আনসেলোত্তি (Carlo Ancelotti)। তবে এখনই তিনি নেমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়রদের শিবিরে যোগ দিচ্ছেন না তিনি। আপাতত রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত চুক্তি রয়েছে অভিজ্ঞ কোচের। সেই চুক্তি শেষ হওয়ার পর সেলেসাওদের শিবিরে যোগ দেবেন তিনি। ব্রাজিলের কোচ হিসাবে তাঁর প্রথম টুর্নামেন্ট হবে কোপা আমেরিকা (Copa America)।
৬৪ বছরের আনসেলোত্তি এই প্রথম কোনও জাতীয় দলের দায়িত্ব সামলাবেন। তিতের স্থলাভিষিক্ত হলেন তিনি। কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে পরাজয়ের পর দায়িত্ব ছেড়েছিলেন তিতে।
আপাতত ফ্লুমিনিজডের হেড কোচ দিনিজ় অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে দায়িত্ব সামলাবেন। তিনি রামোন মেনেজেসের থেকে দায়িত্ব নিচ্ছেন। মেনেজেস চলতি বছরে অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের মধ্যে দুটিতে হেরে গিয়েছিল ব্রাজিল।
এর আগে ভিনিসিয়াস জুনিয়র, নেমার, রদ্রিগো, এদের মিলিচাওয়ের মতো ফুটবলারদের ক্লাব স্তরে কোচিং করিয়েছেন আনসেলোত্তি।
ইতালিয়ান কোচের সঙ্গে স্পেনে দুটি বৈঠক করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এদনাল্দো রদ্রিগেজ় এবং অন্যান্য শীর্ষকর্তারা। সেখানেই তিনি কথা দিয়েছেন, রিয়ালের সঙ্গে চুক্তি শেষে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেবেন। ইতালিয়ান এই কোচ প্লেয়ার হিসেবে দুটি বিশ্বকাপে খেললেও ২০২৬ সালে প্রথম বার বিশ্বকাপে কোচিং করাবেন। ব্রাজিল ফুটবল সংস্থার কর্তা জানিয়েছেন, মৌখিকভাবে সম্মতি দিয়েছেন আনসেলোত্তি।
View this post on Instagram
প্রথমে ঠিক হয়েছিল, কার্লো আনসেলোত্তির জায়গায় আপাতত তাঁর ছেলে ডেভিড আনসেলোত্তি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেবেন। যদিও সেই প্রস্তাবে রাজি হয়নি ব্রাজিল ফুটবল সংস্থা। বাবার সঙ্গেই আসবেন ডেভিড। সহকারী কোচ হিসাবে কাজ করবেন। তবে এই প্রায় এক বছর খাতায় কলমে কোচ না হলেও ব্রাজিল ফুটবল সংস্থার নানা বিষয়ে আনসেলোত্তি পরামর্শ দেবেন বলেও জানা গিয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন